১৯ মে বাংলা ভাষাকে আসামে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির দাবি
রিমা শিকদার (কলকাতা) : সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের উদ্যোগে “১৯৬১ সালের ১৯ শে মে শহীদ স্মরণ”কে আসামে আনুষ্ঠানিকভাবে কার্যকরী করে তুলতে এবং স্বীকৃতির দাবিতে শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ হলে এক সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম থেকে আগত বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন অধীর রঞ্জন ভট্টাচার্য ও বিশিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিশিষ্ঠ মানুষেরা।
১৯৬১ সালের ১৯ মে আসামে আঞ্চলিক ভাষায় বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনে আসাম সরকারের পুলিশ গুলি চালায় তাতে ১৯ জন আন্দোলনকারী নিহত হয়।
তাই ১৯ মে দিনটি যেন একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয় — এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের কাছে আবেদন জানানো হয়। আশুতোষ হলে এদিন আলোচনা শেষে প্রখর রৌদ্রকে উপেক্ষা করে পায়ে হেঁটে ধর্মতলা মেট্রো চ্যানেল পর্যন্ত এক বিশাল পদযাত্রা আয়োজিত হয়।