ভগবানগোলায় কলেজ ও দমকল কেন্দ্র চালুর দাবিতে ডেপুটেশন ও পদযাত্রা
ভগবানগোলা, ৩০ ডিসেম্বর: আজ ভগবানগোলা – রাণীতলা নাগরিক মঞ্চ ভগবানগোলায় সরকারি ডিগ্রি কলেজ ও দমকল কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে ডেপুটেশন ও পদযাত্রা কর্মসূচি পালন করে। তারা ভগবানগোলা ১ নং ও ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি দ্বয়কে ডেপুটেশন দেন। সকাল সাড়ে এগারোটায় ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিকেল সাড়ে তিনটায় ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন দেন। নাগরিক মঞ্চের সম্পাদক আজমল হক এর নেতৃত্বে সাত জনের প্রতিনিধি দল ডেপুটেশন দেন। প্রতিনিধি দল ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন দিয়ে মিছিল করে বারো তেরো কিলোমিটার দূরে ১ নং পঞ্চায়েত সমিতির অফিসে আসেন পদযাত্রা করে। পঞ্চায়েত সমিতির অফিসের সামনে তাঁরা একটি পথসভা করেন। পথসভায় নাগরিক মঞ্চের নেতৃবৃন্দের পাশাপাশি বক্তব্য রাখেন বন্দী মুক্তি কমিটির মুর্শিদাবাদ জেলা সভাপতি এবং ওবিসি অধিকার রক্ষা মঞ্চ এর নেতা ডাঃ এম আর ফিজা। এসডিপিআই রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। উল্লেখ্য ভগবানগোলা বিধানসভায় দুটি ব্লক। ভগবানগোলা ১ এবং ২ । মোট জনসংখ্যা প্রায় পাঁচ লাখ এবং ভোটার প্রায় তিন লাখ। ৯০ শতাংশ মুসলিমের বাস। ভগবানগোলা শহর থেকে ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোন কলেজ নেই। এই ব্লকে ১৭ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে এবং প্রতি বছর গড়ে সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক করেন। তাদের উল্লেখযোগ্য অংশ বিশেষ করে ছাত্রীদের সিংহভাগ কাছাকাছি কলেজ না থাকার কারণে শিক্ষা বন্ধ করতে বাধ্য হন। অথচ এখানে একটি কলেজ গড়ে তোলা হয়নি। এর আগে দু এক বার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কোন অজানা কারণে তা আর হয়নি। কোন রাজনৈতিক দলই কোন ইতিবাচক ভূমিকা রাখেনি। আগামী দিনে কলেজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানান নাগরিক মঞ্চের সম্পাদক আজমল হোসেন।