মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কাটোয়া দুর্গা দাসী চৌধুরানী বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা মাঝি
নিউজ ডেস্ক :- এই বছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কাটোয়া দুর্গা দাসী চৌধুরানী বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা মাঝি। মাধ্যমিকের মোট ৬৯৭ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে দেবদত্তা। দেবদত্তার বাবা জয়ন্ত মাঝি আসানসোলের কলেজের প্রফেসর মা শেলী দা কাটোয়া দুর্গদাসী চৌধুরানী বালিকা বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষিকা। লেখা পড়া ছাড়াও অবসর সময়ে বেহালা পছন্দ করে দেবদত্তা। বড়ো হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে দেবদত্তা। তার সাফল্যে গর্বিত দেবদত্তার বাবা, মা, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সমগ্র কাটোয়াবাসী