ধিক্কার ও প্রতিবাদ মিছিল জয়নগরে
মোমিন আলি লস্কর জয়নগর -জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকে দক্ষিণ বারাসত অঞ্চলের দক্ষিণ বারাসত টি এম সি পার্টির অপিসের আজ বেলা তিন টার সময় জয়নগরে কেন্দ্রের বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস এর নির্দেশে জয়নগর এক নম্বর ব্লকে তৃনমুল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাসের নেতৃত্বে,বিজেপির যে নাক্করজনক রাজনৈতিক অভিসন্ধি -স্বামীবিবেকানন্দের অপমান করার প্রতিবাদে ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দ প্রতি অসম্মান জনক কথা বলেন তার ই প্রতিবাদে আজ দক্ষিণ বারাসত অঞ্চলের ধিক্কার ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন দক্ষিণ বারাসত অঞ্চলের প্রধান, উপপ্রধান, তৃনমুল কংগ্রেস সমস্থ সদস্য ও যুব এবং মাদার সভাপতি নেতা নেতৃত্বরা ও বুদ্ধিজীবী ব্যাক্তিগন সহ একাধিক বিশিষ্ট নেতৃত্বরা।