ধ্রুবচাঁদ হালদার কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধিক্কার ও প্রতিবাদ মিছিল
মোমিন আলি লস্কর জয়নগর:-জয়নগর থানার অধীনে জয়নগর এক নম্বর ব্লকে জয়নগর বিধান সভার অন্তর্গত ধ্রুবচাঁদ হালদার কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পক্ষ থেকে এক ধিক্কার ও প্রতিবাদ মিছিল বার করা হয়।বিগত দিনে গরীব মানুষের ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রসরকার আটকে রেখেছে।সেই টাকা যাহাতে গরীব মানুষ পায় তাহার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় নেতৃত্বে দিল্লীতে ধর্ণনায় বসেন। অভিষেক বন্দোপাধ্যায় এবং দলীয় নেতৃবৃন্দের উপর অমিতসাহের পুলিশ নির্মম ভাবে হেনস্থা করে এবং আটক করে । তাহার প্রতিবাদে আজ দক্ষিণ বারাসত বিভিন্ন স্থানে পথে ধিক্কার ও প্রতিবাদ মিছিল বার করেন ধ্রুব চাঁদ কলেজের ছাত্র পরিষদের পক্ষ থেকে ।এই পথ হাজার হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। তাদের দাবি গরীব মানুষের নায্য ১০০দিনের কাজের টাকা কেন্দ্রসরকার আটকে রেখেছে,অভিলম্ভে ১০০ দিনের টাকা দিতে হবে , বাংলার আবাসযোজনার টাকা অভিলম্ভে দিতে হবে। প্রতিবাদ মিছিলের সামনে অমিতসাহার পুতুলের কুশ বানিয়ে নিয়ে প্রতিবাদ করতে দেখতে পাওয়া যায়। এবং ধ্রুবচাঁদ কলেজের সামনে অমিত সাহার পুতুলের কুশ কে আগুনে পোড়ানো হয় এবং বিক্ষেপ ও প্রতিবাদ দেখানো হয় ।
ধ্রুবচাঁদ কলেজের ছাত্র ইউনিয়নের পক্ষ ছাত্র পরিষদের সদস্যের মুখ থেকে শোনা গেল বাংলার বেশিরভাগ মানুষ আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী নয়, তাই তারা বেশিরভাগ মানুষ এই ১০০ দিনের কাজের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্ণয় করে ।২০২১ সালে কেন্দ্র সরকারের হারের ফলে, প্রতিশোধ নেওয়ার জন্য ১০০ দিনের কাজের টাকা আটকে দেয় তার, তার ই প্রতিবাদে আজ দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ কলেজে ধিক্কার ও প্রতিবাদ মিছিল বার করা হয় দক্ষিণ বারাসাতের বিভিন্ন জায়গায় ছাত্র পরিষদ সদস্য বলেন তৃণমূল ছাত্র পরিষদ তিনটি মন্ত্র প্রথম ভালোবাসা বলতে ,দ্বিতীয় প্রেম বলতে পারো, শিক্ষা প্রগতি সংঘবদ্ধ, জীবনের দেশের প্রেমের স্বার্থে, দেশের স্বার্থে ,তৃণমূল ছাত্র পরিষদ সবার আগে আছে এবং সবার আগে থাকবে ,শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আছে ,প্রগতির ক্ষেত্রে এগিয়ে আছে ,সমাজ কল্যাণের দিকে এগিয়ে আছে , উপস্থিত ছিলেন ধ্রুপাদ কলেজের ছাত্র পরিষদের সদস্য আজগার আলী লস্কর সহ একাধিক ছাত্র-ছাত্রীগণ