প্রয়াত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

Spread the love

অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- চলে গেলেন না ফেরার দেশে সুষমা স্বরাজ প্রয়াত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দিল্লির এইমসে ভর্তি ছিল তিনি। সুষমার আচমকা প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল থেকে সাধারণ ভারতবাসী। কারণ প্রকৃতপক্ষেই প্রত্যেকের মা স্বরূপ ছিলেন তিনি। শাসক থেকে বিরোধী, তাঁর প্রতি সকলের শ্রদ্ধা ছিল অটুট। নিজের মাতৃত্বের মায়ায় জড়িয়েছিলেন বহু পাকিস্তানি মানুষকে। তাঁর মতো ব্যক্তিত্ববান রাজনৈতিক প্রতিভা দেশ আবার কবে দেখতে পাবে সংশয় রয়েছে।
এদিন সন্ধে ৮টা ৪৪ নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী। ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র নেতা ও সাবেক সভাপতি, তিনি ২৬ মে ২০১৪ সাল থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন; ইন্দিরা গান্ধীর পর তিনি দ্বিতীয় নারী হিসাবে এই দফতরের প্রতিনিধিত্ব করছেন। তিনি সংসদ সদস্য (লোকসভা) হিসাবে সাতবার এবং আইন পরিষদের (বিধানসভা) সদস্য হিসাবে তিনবার নির্বাচিত হয়েছেন।

১৯৭৭ সালে ২৫ বছর বয়সে, তিনি উত্তর ভারতের হরিয়ানা রাজ্যর মন্ত্রীসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়েছিলেন। ১৩ অক্টোবর ১৯৯৮ সাল থেকে ৩ ডিসেম্বর ১৯৯৮ সাল পর্যন্ত তিনি দিল্লীর ৫ম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে ৬৭ বছর বয়স হয়েছিল তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.