‘সহজপাঠ’ গুলিয়ে ফেলেছিলেন দিলীপ ঘোষ ‘সতীদাহ’ গুলিয়ে ফেললেন বাবুল সুপ্রিয়

Spread the love

ওয়েব ডেস্ক,অয়ন বাংলা:- এবার বাবুল সুপ্রিয় ,সতীদাহ প্রথা গুলিয়ে ফেললেন। দিলীপের পর বাবুল। একজনের না ভোলার মতো ‘সহজ পাঠ’ তথ্য। অন্যজনের ‘সতীদাহ’ থিওরি। বৃহস্পতিবার ‘খোলা হওয়া’ নামের একটি ‘অরাজনৈতিক’ সংগঠনের উদ্বোধনে এসে সকলকে অবাক করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ‘সতীদাহ প্রথার বিলোপ ঘটিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।’

এদিন, কলকাতা একটি সাংবাদিক বৈঠক ডেকে ‘খোলা হওয়া’ নামের একটি ‘অরাজনৈতিক’ সংগঠনের আত্মপ্রকাশের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মনরী বাবুল সুপ্রিয়। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন, বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, রন্তিদেব সেনগুপ্ত, বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের সহ-সভাপতি অরিন্দম চক্রবর্তী, অভিনেত্রী রিমি সেন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সংগঠনের উদ্দেশ্য নিয়ে বাবুল বলেন, ‘রাজ্যে আজ কোনও কিছুরই স্বাধীনতা নেই । টলিউড এখন একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে রয়েছে। সেখানে নানা রাজনৈতিক সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলায় ফিল্ম ইনডাস্ট্রি স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এখানে ভয়ের রাজনীতি চলছে। এহেন পরিস্থিতিতে স্বাগহীনটা ফিরিয়ে অন্তেই এই সংগঠন তৈরি করা হয়েছে। ‘ কেন্দ্রীয় মন্ত্রীর বয়ান এপর্যন্ত ঠিকই ছিল। তবে বিতর্ক বাঁধে বিদ্যাসাগরকে নিয়ে করা তাঁর একটি মন্তব্যে। তিনি বলেন, ;’আজ বিদ্যাসাগরের জন্মবর্ষিকীতে এই সংগঠনতী আত্মপ্রকাশ করল। এটি বড় সুখের কথা। বিদ্যাসাগর মশাই সতীদাহ প্রথার বিলোপ ঘটিয়েছিলেন।’

বাবুলের এই মন্তব্যে রীতিমতো দান বেঁধেছে বিতর্ক।তবে বিজপি নেতাদের পক্ষ থেকে এহেন বয়ান এই প্রথম নয়। এর আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন ‘সহজপাঠ’ নাকি বিদ্যাসাগরের রচনা। তা নিয়েও কম জলঘোলা হয়নি। মনীষীদের নিয়ে রাজনৈতিক দলের নেতাদের এহেন বয়ান কাম্য নয় বলেই মনে করছেন সমাজের বুদ্ধিজীবী মহল

দিলীপ ঘোষের সহজপাঠ তথ্য প্রসঙ্গে বলেছিলেন সহজ পাঠ লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যা নিয়ে হাসির রোল উঠেছিল বিভিন্ন মহলে হাসির রোল উঠেছিল। অনেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের এহেন মন্তব্যে উদ্বেগও প্রকাশ করেছিল। তবে এই তালিকায় নব সংযোজন বিজেপির অপর এক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন এক অনুষ্ঠেনে সকলকে অবাক করে তিনি বলেন, ‘সতীদাহ প্রথার বিলোপ ঘটিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

দিলীপ ঘোষের ‘সহজ পাঠ’ তথ্যের পর বাবুল সুপ্রিয়য় এই মন্তব্য বিজেপিকে কিছুটা হলেও বিড়ম্বনায় ফেলবে। বৃহস্পতিবার ‘খোলা হওয়া’ নামের একটি ‘অরাজনৈতিক’ সংগঠনের উদ্বোধনে এসে সকলকে অবাক করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ‘সতীদাহ প্রথার বিলোপ ঘটিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।’

‘খোলা হওয়া’ নামের একটি ‘অরাজনৈতিক’ সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মনরী বাবুল সুপ্রিয়। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন, বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, রন্তিদেব সেনগুপ্ত, বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের সহ-সভাপতি অরিন্দম চক্রবর্তী, অভিনেত্রী রিমি সেন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বক্তৃতার মঝে তিনি বলেন; আজ বিদ্যাসাগরের জন্মবর্ষিকীতে এই সংগঠনতী আত্মপ্রকাশ করল। এটি বড় সুখের কথা। বিদ্যাসাগর মশাই সতীদাহ প্রথার বিলোপ ঘটিয়েছিলেন।’

বাবুলের এই মন্তব্যে রীতিমতো দান বেঁধেছে বিতর্ক। তবে বিজপি নেতাদের পক্ষ থেকে এহেন বয়ান এই প্রথম নয়। এর আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন ‘সহজপাঠ’ নাকি বিদ্যাসাগরের রচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.