নিউজ ডেস্ক:- হিসেব উলটে যাচ্ছে প্রতিদিন। যা কথা ছিল, ঘটছে যেন তার উলটো। লোকসভায় এ রাজ্যে বিজেপির উত্থানের কথা ধরলে ঘাসফুল শিবিরে ভাঙন ধরারই কথা ছিল বিধানসভা ভোটের আগে। যদিও বাস্তবে ঘটছে তার বিপরীত। বিজেপি ছেড়ে নেতাকর্মীদের তৃণমূলে যোগদান যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শুধু নেতাকর্মীই কেন, বিজেপি বিধায়ক-প্রাক্তন মুখপাত্ররাও নাম লেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। এবার তৃণমূলের কোপ পড়ল খাস বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র খগড়পুরে। দিলীপ বাবুর ‘ডানহাত’-সহ আরও তিন দাপুটে বিজেপি নেতা ও বহু কর্মী এদিন যোগ দেন তৃণমূলে। যা বিজেপির কাছে নিঃসন্দেহে চিন্তার বিষয় হয়ে দাঁড়াল।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হিসেব উলটে যাচ্ছে প্রতিদিন। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ধাক্কা খেতে চলেছে গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য বিজেপির সভাপতি দীলিপ ঘোষের গড়েই কার্যত হাত মূর্ছা গেছে বিজেপি। বিজেপি ছেড়ে নেতাকর্মীদের তৃণমূলে যোগদান যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শুধু নেতাকর্মীই কেন, বিজেপি বিধায়ক-প্রাক্তন মুখপাত্ররাও নাম লেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। এবার তৃণমূলের কোপ পড়ল খাস বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র খগড়পুরে। দিলীপ বাবুর ‘ডানহাত’-সহ আরও তিন দাপুটে বিজেপি নেতা ও বহু কর্মী এদিন তৃনমূলে যোগ দিলেন।
আজ বুধবার খড়গপুরের চার প্রভাবশালী বিজেপি নেতা সংসদ প্রতিনিধি কমিটির সদস্য রাজদীপ গুহ, বিজেপির খড়গপুর উত্তর মণ্ডল প্রাক্তন সভাপতি অজয় চট্টোপাধ্যায়, খড়গপুরে বিজেপির শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন্দ্র সিং ও খড়গপুরের হেভিওয়েট বিজেপি নেতা সজল রায় কলকাতায় তৃণমূলে ভবনে এসে দলবদল করেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যোগদানের পর চন্দ্রিমা দেবী বলেন, ‘দিলীপ বাবুর গড় ঝুরঝুর করে ভেঙে পড়ছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খড়গপুরে বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না।
ওই যোগদানের পর চন্দ্রিমা দেবী বলেন, ‘দিলীপ বাবুর গড় ঝুরঝুর করে ভেঙে পড়ছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খড়গপুরে বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না। পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু মানুষ গত লোকসভা ভোটে আমাদের সমর্থন করেননি। এখন তাঁরা আমাদের দলে যোগ দিচ্ছেন। বিজেপির উপর থেকে মানুষের আস্থা উঠে গিয়েছে।’ এখানেই না থেমে তাঁর সংযোজন, ‘বাংলার মানুষকে বিজেপি প্রতিনিয়ত অপমান করে চলেছে। আসন্ন নির্বাচনে আমাদের তাই আগের থেকে বেশি সমর্থন করবে মানুষ।’
দিলীপ ঘোষের গড় বলে পরিচিত খড়্গপুরে আগেই বাই ইলেকসনে বিধানসভায় হেরেছে .এবার এই হেভিওয়েট বিজেপি নেতাদের যোগদান গোটা রাজ্যে বিজেপিনকে চুড়ান্ত বেকায়দয় ফেলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।