পতাকা শিল্পগোষ্ঠীর উদ্যোগে রানীনগর, সাগরপাড়া, জলঙ্গী থানার বিস্তীর্ণ এলাকার গরীব দুস্থ দের বস্ত্র বিতরণ ।
নিজস্ব সংবাদদাতা, রানীনগর :-
বৃহস্পতিবার পতাকা শিল্পগোষ্ঠীর উদ্যোগে রানীনগর,সাগরপাড়া, জলঙ্গী থানার বিস্তীর্ণ এলাকার জাতি ধর্ম নির্বিশেষে গরীব দুস্থ বিধোবাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো আল আলাম মিশনে। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রানীনগর ব্লকের বিডিও শ্রী পার্থ চক্রবর্তী, ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস, বিশিষ্ট আইনজীব আবু বাক্কার সিদ্দিকী, আল আলাম মিশনের ডিরেক্টর মাহবুব মুর্শিদ, শিক্ষাব্রতী আব্দুল বারী প্রমুখ। বস্ত্র বিতরণী শেষে ওসি রবীন্দ্রনাথ বাবু বলেন মোস্তাক হোসেন সাহেবের নাম অনেক বার শুনেছি। কিন্তু দেখার সু্যোগ হয়ে ওঠেনি। তাঁর এই সমাজসেবার অবদান সত্যি খুব প্রশংসনীয়। উনাকে আমার শ্রদ্ধা। মাহবুব মুর্শিদ বলেন আমরা পতাকা শিল্পগোষ্ঠীকে সাথে নিয়ে গত বারো বছর ধরে রানীনগর, সাগরপাড়া, জলঙ্গী থানার বিস্তীর্ণ এলাকার গরীব দুস্থ বিধোবাদের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে । আমরা পবিত্র ঈদ তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলাম । পতাকা শিল্পগোষ্ঠী লকডাউনের শুরু থেকেই মানুষের পাশে বিভিন্ন ভাবে দাঁড়িয়েছে। ঈদের আগেই তাদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হলো এই কারনেই যে, তারাও যেন এই পবিত্র ঈদের দিন নতুন বস্ত্র পরে সকলের সাথে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে। আবু বাক্কার সিদ্দিকী সকলের উদ্দেশ্যে বলেন এই কোভিডের সময় আপনারা সকলেই সাবধানে থাকবেন। সকলেই সামাজিক দূরত্ব এবং মাস্ক পরে চলাচল করবেন। গুজবে কান দেবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। এদিন গরীব দুস্থরা নতুন পোশাক পেয়ে খুবই খুশি। সকলেই দানবীর আলহাজ্ব মোস্তাক হোসেন সাহেবের জন্য মহান সৃষ্টি কর্তার কাছে দোয়া করেন।