দক্ষিণ ২৪ পরগণা জেলার কুলপি ব্লকের বেশ কিছু পরিবারকে এক স্বেচ্ছা সেবী সংস্থার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

Spread the love

 

নিজস্ব সংবাদদাতা:-    এ হেন দুর্দিনে একদিকে করোনা অতিমারী অন্যদিকে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এই পরিস্থিতিতেও থেমে থাকেনি সমাজসেবা। আজ ২১এপ্রিল বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার কুলপি ব্লকের বেশ কিছু এলাকায় WB PEACE FOUNDATION এর পক্ষ থেকে Association of Bengali professionals এর সহযোগিতায় প্রায় 55 টি পরিবারের বাড়ীতে গিয়ে ইফতার সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়েছে। এই কাজে সরাসরি অংশগ্রহণ করেছেন WB peace foundation এর মূল উদ্যোক্তা হেদায়েতুল্লা, এছাড়াও ,শোয়াইব, টুম্পা, মনিরুল সহ অনেকে। WB peace foundation এর অন্যতম সদস্য সোয়েব পুরকাইত জানান এমন উদ্যোগ সফল ভাবে সুসম্পন্ন করতে পেরে তারা খুব খুশি। তিনি বলেছেন – ‘আমাদের মূল লক্ষ্য হলো প্রান্তিক এলাকায় শিক্ষা সহ দুঃস্থ অসহায়দের পাশে থেকে তাদের কষ্টের ভাগীদার হওয়া এবং স্কুল ছুটদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা।’ এছাড়াও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব বেঙ্গলি প্রফেশনালস এর জেনারেল সেক্রেটারি জান্নাতুন ফেরদৌস। তিনি জানান Association of Bengali professionals এর পক্ষ থেকে এমন উদ্যোগ এ অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। এইভাবেই এগিয়ে আসুন সকলেই আপনার আশেপাশের অসহায়ের মুখে হাসি ফোটাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.