অয়ন বাংলা,নিউজ ডেস্ক ,হায়দারাবাদ:- মানবতা আজ কোথায় ,মোড়লদের পকেটে ,না নেতাদের কাছে বন্ধক দেওয়া আছে। জাতি বিদ্বেষ আর জাতপাতের মনোভাব আজ মহামারি আকার ধারণ করেছে।চারিদিকে নিচু জাতের অত্যাচার এক ভয়াল রুপ ধারণ করে চলেছে।
আবার জাতিবিদ্বেষের ঘটনা সামনে এল। এবার জাতিবিদ্বেষের সম্মুখীন হতে হল এলাকার দলিত বিধায়ককে। এলাকার বিধায়ক দলিত হওয়ায় গণেশ মণ্ডপ থেকে ফিরিয়ে দেয়।
ঘটনা অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুন্টুর জেলার। গুন্টুর জেলার অনন্তভরম গ্রামে তেলেগু দেশম পার্টি’র(টীডিপি) নেতৃবৃন্দ ওয়াইএসআর কংগ্রেসের বিধায়ক বুন্দাবালী শ্রীদেবীকে তফসিলি বর্ণের বলে গণেশ মণ্ডপ থেকে ফিরিয়ে দিয়েছিলেন। সাথে বিধায়কের উপর মণ্ডপে আসা নিষেধাজ্ঞা জারি করে।
টিডিপি নেতারা বলেছিলেন যে, তিনি গণেশ পুজোয় অংশ নিলে গণেশ অশুদ্ধ হয়ে যাবে। প্রতিবাদের কারণে বিধায়ক বুন্দাবালী শ্রীদেবীকে পূজা না করেই ফিরতে হয়েছিল। হায় জাতপাতের এই ভয়াল রুপ আজ দেশ কে কোন পথে নিয়ে যাচ্ছে।