নিজস্ব সংবাদদাতা ,বুনিয়াদপুর ,অয়ন বাংলা :- গোটা বাংলা যখন জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের জেরে হাসপাতালে অচলাবস্থা ,আউটডোর বন্ধ, চিকিৎসা ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে ।দফায় দফায় আন্দোলনের জের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ যখন কোন কিছুতেই সমাধান হচ্ছে না ঠিক তখনই একা হাতে ডাক্তার ইয়ার আলী ঘন্টার পর ঘন্টা ডিউটি করে বুনিয়াদপু্র হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টাই।
তিনি এই আন্দোলন কে সমর্থন করে ও নিজের দায়িত্ব পালন করে চলেছেন।
ডাক্তার ইয়ার আলী সাহেব বললেন “আন্দোলন কারীদের পাশে আমি আছি এবং পাশাপাশি চিকিৎসক হিষাবে চিকিৎসা পরিষেবা দেওয়াও আমার দায়িত্ব কর্তব্য।”