অয়ন বাংলা ডেস্ক:-শুরু হয়ে গেল নাগরিকত্ব আইনের সুফলের ফল ,নাগরিকদের কাছ থেকে গণধোলাই খেল বিজেপির কর্মী নেতারা। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে সাধারণ মানুষকে বোঝাতে গিয়ে ধোলাই খেলেন বিজেপি কর্মীরা। রবিবার উত্তরপ্রদেশের আমরোহা জেলায় বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি সিএএ নিয়ে বোঝাতে যায়, তখনই তাদের উপর স্থানীয়রা চড়াও হয় বলে অভিযোগ। কোনোরকমে পালিয়ে গেলে রক্ষা হয় তাদের। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
গণমাধ্যমের খবরে প্রকাশ, এদিন বিজেপির সংখ্যালঘু শাখা সিএএ’র সমর্থনে বাড়ি বাড়ি বোঝানোর উদ্যোগ নেয়। অভিযোগ, আমরোহা জেলার লাকাদা মহল্লা সহ বেশ কয়েকটি গ্রামে বোঝানোর সময় তাদের উপর চড়াও হয় স্থানীয়রা। এবিষয়ে আমরোহার পুলিশ সুপার ভিপিন টাডা জানিয়েছেন, সিএএ বোঝানোর সময় হামলার অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নাগরিকদের দ্বারা নাগরিকত্ব আইনে ফিডব্যাক ক্রমশ বেড়েই চলেছে।
ছবি :-প্রতিকী