অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:-বিশ্ব বরণ্য ভারতের বিতর্কিত ড .জাকির নায়েক নিয়ে অনেক জল ঘোলা রাজনীতি হয়েছে ।কিন্তু এখনও দোষী সাব্যস্ত হয় নি।তাই যতদিন না দোষী সাব্যস্ত হচ্ছেন ততদিন তাকে গ্রেফতার করা যাবে না এই মর্মে সুপ্রিম কোর্টের গ্যারান্টি পেলে তিনি দেশে ফিরতে পারেন। ধর্ম প্রচারক ডাঃ জাকির নায়েক দ্য উইক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। জাকির নায়েক বর্তমানে মালেশিয়ায় রয়েছেন। তিনি বলেন, ভারতে বহু মুসলিম যুবকদের গ্রেফতার করে রাখা হয়েছিল। ১০ বছর, ১২ পর তারা বেকসুর মুক্তি পেয়েছেন। তিনি দেশে ফিরলে তাকেও একই ভাবে গ্রেফতার করে রাখা হবে। হয়তো ১০ বছর আইনি লড়াইয়ের পর তিনি মুক্তি পেতে পারেন।
তার দেশে ফেরা নিয়ে প্রশ্নের উত্তরে ডাঃ নায়েক বলেন , ভারতের বিচার ব্যাবস্থার ওপর যথেষ্ট আস্থা রয়েছে। তবে তিনি মন্তব্য করেন,এনআইএ প্রয়োজন মনে করলে তাকে মালেশিয়ায় জিজ্ঞাসাবাদ করতে পারেন। তিনি তদন্তে সহযোগিতায় রাজি আছেন। এছাড়াও তিনি ভারতের বিচার ব্যাবস্থার উপর অগাধ আস্থা আছেন বলে জানিয়েছেন।