সারা বাংলা রত্ন সম্মানে ভূষিত ডঃ নাজিবর রহমান

Spread the love

সারা বাংলা রত্ন সম্মানে ভূষিত ডঃ নাজিবর রহমান

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:-  কলকাতার কলেজস্কয়ারে অবস্থিত বেঙ্গল ফিওসফিক্যাল সোসাইটি হ’ল এর প্রেক্ষাগৃহে সারা বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে আয়োজনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কবি, সাহিত্যিক এবং গুণীজন সম্মেলনে কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমানকে “সারা বাংলা রত্ন সম্মান” প্রদান করা হয়।
পশ্চিমবাংলার মোট তিনজন গুণীজনকে এই রত্ন সম্মান প্রদান করা হয় এই অনুষ্ঠানে, তাছাড়াও কবি সম্মান সমাজ সেবা সম্মান , সাংবাদিক সম্মান সহ আরো কতগুলো বিভাগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জ্ঞাপন করা হয়।
ডক্টর নাজিবর রহমান এর শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, সমাজ উন্নয়নে প্রশংসিত ভূমিকা, গবেষণা গ্রন্থ, কবিতা ও সাহিত্য কীর্তির জন্য “সারা বাংলা রত্ন” সম্মানে সম্মানিত করা হয়। অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান এর সুদক্ষ নেতৃত্বের ফলে মালদা জেলার প্রান্তিক এলাকায় অবস্থিত কালিয়াচক কলেজ, সংশ্লিষ্ট অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষা-কর্মী, ছাত্র-ছাত্রী, পরিচালন সমিতি, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, জেলার সরকারি আধিকারিক, অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি সহ সকলের সহযোগিতা গ্রহণ করে কালিয়াচক কলেজ আজ ভারতবর্ষের প্রথম শ্রেণীর কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে “ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড এক্রিডিটেশন কাউন্সিল সংক্ষেপে ‘ন্যাক’ এর মূল্যায়নে কালিয়াচক কলেজ এ গ্রেড লাভ করে। মালদা জেলার ১১ টি কলেজের মধ্যে তথা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ সম্পূর্ণ গৌড়বঙ্গের মোট 25 টি কলেজের মধ্যে কালিয়াচক কলেজ কেবলমাত্র এগ্রেডের সম্মান অর্জন করতে পেরেছে জাতীয় মূল্যায়নের ভিত্তিতে। তিন জেলার উচ্চশিক্ষা ক্ষেত্রে এই গর্ব অর্জনের ব্যাপারে ডক্টর নাজিবর রহমানের দূরদর্শী, দৃষ্টি সকলককে পক্ষকে সহযোগী হিসেবে নিয়ে শিক্ষা কেন্দ্রকে গুণগত মানদন্ডে জাতীয় পর্যায়ে উন্নীত করার জন্য যেমন সকলে সম্মানের চোখে দেখে তেমনি এই সংস্থা তাকে সারা বাংলা রত্ন সম্মানে সম্মানিত করতে পেরে নিজেদের দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেন সারা বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সম্পাদক সেখ মফিজুল মহাশয় । ডক্টর নাজিবর রহমান এর রচিত, “ওমেন্স ট্রায়াম্প ইন পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া” এবং “পোস্ট কলোনিয়ালিজম ইন ইন্ডিয়ান কন্টেক্সট” দু টি অনন্য গবেষণা গ্রন্থ। তার প্রকাশিত “মর্নিং রে” একটি ইংরেজি কবিতার সংকলন। তাছাড়া ও তার সম্পাদনায় সংকলিত হয়েছে অসমীয়া, বাংলা এবং ইংরেজি এই তিন ভাষায় ভাষায় ‘কঙ্কাই’ নামক একটি প্রবন্ধ গ্রন্থ।


সম্মাননা জ্ঞাপনের পরে এই অনুষ্ঠানের সভাপতি ডক্টর নাজিবর রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি এ সম্মানকে তিনি সমাজের উন্নয়ন মানুষের জন্য নিবেদন করেন। এবং দৃঢ় প্রত্যয়ী ব্যক্ত করেন ‘যদি প্রচেষ্টার মাধ্যমে কালিয়াচক কলেজের মতো একটি প্রান্তিক কলেজকে ভারতবর্ষের প্রথম শ্রেণীর কলেজে উন্নীত করা সম্ভব হয়েছে, তবে আমাদের এলাকা জেলা তথা রাজ্যকেও পৃথিবীর প্রথম শ্রেণীর করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.