কাব্যগ্রন্থ একটা কালো বই উদ্বোধন করলেন ড. পি বি সেলিম ও শাকিল আহমেদ
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:- পার্ক সার্কাস ময়দানে অনুষ্ঠিত বৈচিত্রের মাঝে মহামিলন উৎসবের মঞ্চে ৫ জানুয়ারি কবি গোলাম রসুল-এর কাব্যগ্রন্থ ‘একটা কালো বই’ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগমের চেয়ারম্যান ড. পি বি সেলিম ও ডিরেক্টর শাকিল আহমেদ। উপস্থিত ছিলেন উদার আকাশ প্রকাশনের প্রকাশক ফারুক আহমেদ। উদার আকাশ থেকে প্রকাশিত হয়েছে মূল্যবান কাব্যগ্রন্থটি। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের ন্যায় এবছরেও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম মিলন উৎসবের আয়োজন করেছিল, যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ৩ জানুয়ারি, ২০২৫। বৈচিত্র্যময় উৎসবটি চলে ৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
বৈচিত্রের মাঝে মহামিলন উৎসবের শুভ সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী এবং কলকাতা পৌরসভার মেয়র, জনাব ফিরহাদ হাকিম। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান, জনাব সিদ্দিকুল্লা চৌধুরী, মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয়, সাংসদ জনাব নাদিমুল হক ও প্রাক্তন সাংসদ জনাব আহমেদ হাসান ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী জনাব মহম্মদ গুলাম রব্বানী,
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ডিরেক্টর শাকিল আহমেদ। মিলন উৎসবে জোর দেওয়া হয়েছিল জব ফেয়ার ও কেরিয়ার কাউন্সেলিংয়ের উপর। এদিন জব ফেয়ার থেকে ২৯৯ জন সরাসরি চাকরি পেলেন।