লালগোলায় ভুয়ো রেশন কার্ড়ে রমরমা কারবার
অয়ন বাংলা নিউজ, মিয়াদাদ হোসেন:-লালগোলা খাদ্য দপ্তরে ভুয়ো রেশন কার্ড়ের ব্যাপক দূনীর্তি ধরা পড়লো ।প্রায় ২০০০হাজার মতন রেশন কার্ড ভুয়ো।রেশন কার্ড়ের দূর্নীতির ঘুঘুর বাসাকে ভেঙ্গে দিতে লালগোলা প্রঞ্চায়েত সমিতির পক্ষ হতে বিশেষ অভিযান চলল ।
বেড়া ভাসা উৎসব উপলক্ষে অর্ধদিবস অফিস ছুটি থাকলেও। মানুষের জন্য লালগোলা খাদ্য দপ্তর হানা দেন লালগোলা প্রঞ্চায়েত সমেতি সভাপতি জাহাঙ্গীর মিয়া, বিভিন্ন খাতা-পত্র দেখা-দেখি করতে ঘড়ির কাটার সময় তখন সন্ধা৭:৩০মিনিট পেরিয়ে যায় ,চারি পাশে তখন অনেক সাধারণ মানুষের ভীড় জমে যায়।
সভাপতি জানান,আমরা এখন পর্যন্ত প্রায় ২০০০হাজার ভুয়ো রেশন কার্ড বাতিল করেছি ।এক ব্যাক্তির নামে একাধিক রেশন কার্ড় রয়েছে । এটা একটা বড় সমস্যা। । ভুয়ো রেশন কার্ড়ের সংখ্যা আগামী দিনে যেন আর না এবং এখন ভুয়ো রেশন কার্ড বাতিল করা হবে ও দোষীদের শাস্তি দেওয়া হবে। ।দূর্নীতি মুক্ত রেশন ব্যাবস্তা গড়ার লক্ষ্যে ,অভিযান চলবে ।রেশন কার্ড়ের নামে সাধারণ মানুষ কে হয়রানি ,বিভিন্ন সমস্যা পড়তে হয় ।নানা অভিযোগ রয়েছে, আমরা লক্ষ্যে রাখছি ।আগামী দিনে স্বচ্ছ সরল রেশন ব্যাবস্তা বজায় রাখার চেষ্টা করা হবে।