নিউজ ডেস্ক: – মুর্শিদাবাদ ঝটিকা সফরে সস্ত্রীক রাজ্যপাল জাগদীপ ধনকর।
মুর্শিদাবাদে সস্ত্রীক সফরে এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার খবর বাগডোগরা থেকে হেলিকপ্টারে বহরমপুর স্টেডিয়ামে তার হেলিকপ্টার নামে এবং সেখান থেকেই তিনি সড়কপথে নবগ্রাম কিরীটেশ্বরী মন্দির এ দিকে রওনা হন এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে কিরীটেশ্বরী মন্দিরে পূজা দেব তারপর আবারও সড়কপথে নবাবের জেলা মুর্শিদাবাদ লালবাগে হাজারদুয়ারি এবং ইমামবাড়া দর্শন করে তারপরে তিনি সড়কপথে বহরমপুর সার্কিট হাউসে উপস্থিত হন। প্রশাসনের তরফে নিরাপত্তা ছিল আটো সাটো।
এরপর সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের ফের তুলোধনা করেন রাজ্যপাল। রাজ্য প্রশাসনকে আরও একবার পক্ষপাতদুষ্ট বলে তোপ দাগেন। ধনকড় বলেন, “রাজ্য প্রশাসনে রাজনৈতিক পক্ষপাত লক্ষ্য করা যাচ্ছে। এটি অত্যন্ত মারাত্মক প্রবণতা। রাজ্যে এমন এক পরিস্থিতি চলছে যেখানে আপনি যদি সরকারপক্ষের সমর্থক হন তাহলে ঠিক আছে। আর তা না হলে আপনার হাতে হাতকড়া পরবে। প্রশাসন এটা করতে পারে না। এটি আইনের শাসনের পরিপন্থী।” নদিয়ার তেহট্টের রঘুনাথপুরে শহিদ সুবোধ ঘোষের শেষকৃত্যে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ‘হেনস্তা’র প্রসঙ্গে আগেও টুইটে সরব হয়েছেন।
এদিন সাংবাদিক বৈঠকে ফের সেই ইস্যুতেই সুর চড়ান রাজ্যপাল। তাঁর বক্তব্য, “শাসকদলের সাংসদের জন্য রেড কার্পেট। আর রানাঘাটের বিরোধী সাংসদ জগন্নাথ সরকারের জন্য বরাদ্দ হেনস্তা।” রাজ্যপালের এহেন বক্তব্যে যে রাজ্যের সঙ্গে সংঘাতের আগুনে আবারও ঘি পড়ল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।