মানসিক প্রতিবন্ধকতা শিশুদের, শিক্ষার উন্নয়নের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হল উলুবেড়িয়ায়

Spread the love

মানসিক প্রতিবন্ধকতা শিশুদের শিক্ষার উন্নয়নের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হল উলুবেড়িয়ায়

 

নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়া ,হাওড়া:-    উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের ক্যাম্পাসে ন্যাশনাল ইনষ্টিউটিউড ফর দ্যা ইমপাওয়ারমেন্ট অফ প্যারসন উইথ ইন্ট্রার‍্যাকচুয়্যাল ডিস্যাবিলিটি (কেন্দ্রীয় সরকার)এর পক্ষ থেকে মানসিক প্রতিবন্ধকতা যুক্ত ৫০জন শিশুদের শিক্ষার উন্নয়নের আরো প্রসার ঘটানোর জন্য শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়।

 

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু,উলুবেড়িয়া পৌরসভার কাউন্সিলর রীনা দত্ত,সাংবাদিক মহম্মদ মহসীন, বিশিষ্ট শিক্ষক স্বপন চেটেল,ন্যাশনাল ইনষ্টিউটিউড ফর দ্যা ইমপাওয়ারমেন্ট অফ প্যারসন উইথ ইন্ট্রার‍্যাকচুয়্যাল ডিস্যাবিলিটি (কেন্দ্রীয় সরকার) জোনাল ডিরেক্টর সৌমি বঙ্গোপাধ্যায়,আশা ভবন সেন্টারের সহকারী প্রশাসক সৌরভ সাউ সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গরা।এই শিক্ষা সামগ্রীর মধ্যে আছে নকল নোট ও মুদ্রা,ক্যালকুলেটর,ডিজিটাল ঘড়ি,মোবাইল,কাঠের ঘড়ি,কাঠের হাতল যুক্ত চামচ ঘড়ি,ব্রাশ সহ রোজকার জীবনে আমাদের যা নিত্য প্রয়োজনীয় জিনিস সেই ৪৪রকম সামগ্রী।
এই গুলো পেয়ে খুশি ৭-১৮বছর বয়সী সুফিয়া,পায়েল,আনাস,সুফিয়ারা,এর পাশাপাশি আশা ভবন সেন্টারের শিশুরা একটা নৃত্য পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.