সম্প্রিতীর ঈদ হোক আমার,আপনার,সবার
জাহির হোসেন মন্ডল ,অয়ন বাংলা,দঃ২৪ পরগণা: রাজসম্প্রিতীর ঈদ হোক আমার,আপনার,সবার। এই একি গুরু মন্ত্র কে কাজে লাগিয়ে, সমস্ত বাঁধা পেরিয়ে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জাতি-ধর্ম নির্বিশেষে দুঃস্থ মানুষদের সাহায্যার্থে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ উৎসবের আয়োজন করল রাজপুর-সোনারপুর এলাকা সংলগ্ন ” কামালগাজী লাইফ ” নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠান শুরু হয় সকাল ৯টা থেকে।
গত বছরের ন্যেয় এ বছরও তারা প্রায় ৬০ জনেরও বেশি পরিবারের হাতে কিছু খাবার সামগ্রী ও কিছু নতুন জামা-কাপড় তুলে দিতে সক্ষম হয়েছে। এরই পাশাপাশি তারা এবারে দু-জন কঠিন রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছে এবাং তাদের সামর্থ মত যথা যথ সাহায্যের হাতও বারিয়েছে।
সংগঠন এর পক্ষ থেকে যানা যায় আগত দিন গুলিতে তারা এইরকম দৃষ্টান্ত মূলক কাজ আরো বেশি-বেশি করের করার জন্য উৎসাহী। পরের বছর তারা এবারের থেকেও অনেক বেশি পরিবারের পাশে দাড়াবার ইচ্ছে প্রকাশ করেন।
সংগঠনের সভাপতির বক্তব্য এটা তাদের সামাজিক দ্বায় বদ্ধতার মধ্যে পরে এবং এটা তাদের করতব্যও বটে। সামনের দূর্গাপুজা তে তারা আবার এরকমই একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন এবং স্বহৃদয় ব্যক্তিদেরকে পাশে থাকার আহব্বান জানিয়েছেন।