নির্বাচন কমিশনের ভোটার তথ্য যাচাই কর্মসূচির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত

Spread the love

,অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- ভোটার তথ্য আপডেপ নিয়ে জনগণের সুবির্ধাথে অনেক কিছু করতে চলেছে নির্বাচন কমিশন। ভোটার তথ্য যাচাই কর্মসূচি (ইভিপি) নিয়ে রাজ্যবাসীর মধ্যে ভুয়ো আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনলাইনেও কিছু কিছু ক্ষেত্রে ভোটারদের তথ্য যাচাইয়ের সমস্যা হচ্ছে। এই সমস্যা দূর করতে অতি দ্রুত কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্য সিইও দফতরের শীর্ষ আধিকারিকরা মনে করছেন, ‘ইভিপি কর্মসূচির জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্যে কোনওমতেই ২ কোটির বেশি ভোটারের তথ্য যাচাই সম্ভব হবে না। সেক্ষেত্রে ৫ কোটির কাছাকাছি ভোটারের তথ্য যাচাই বাকি থাকবে। ফলে সময়সীমা বাড়ানো ছাড়া উপায় থাকবে না।’ এ ব্যাপারে নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনার সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

রাজ্যের সিইও দফতরের একাধিকারিক জানিয়েছেন, “ইভিপি নিয়ে আতঙ্কের কারণ নেই। অনলাইনে যাঁরা সংশোধনের আবেদন করেছেন তাঁদের বাড়িতে গিয়ে যেমন বুথ লেভেল অফিসাররা তথ্য যাচাই করবেন, ঠিক তেমনই যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না,। তাঁদের বাড়িতেও বুথ লেভেল অফিসাররা যাবেন। কোনও তথ্য সংশোধনের প্রয়োজন থাকলে তা সংশ্লিষ্ট বিএলওকে জানাতে পারবেন সংশ্লিষ্ট ভোটার কিংবা পরিবারের অভিভাবক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.