রাজ্যে এসে উপ নির্বাচন কমিশনারের কড়া হূঁশিয়ারী

Spread the love

ওয়েব ডেস্ক,অয়ন বাংলা:- উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্যে এসে বৈঠক করলেন।নির্বাচন কমিশনের বৈঠকে কোচবিহার, মালদহ, জলপাইগুড়ি  জেলার জেলাশাসককে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন বলেন, “কোচবিহারে তৃণমূল, বিজেপি খুন? ইভিএম-এর বিষয়ে সতর্ক হন।” এদিন জেলাশাসকদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন সুদীপ জৈন। বলেন, “কাজ করতে কোনও অফিসার বাধা দিলে আমাদের নাম দিন, না হলে বুঝব আপনি জড়িত।” কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে অভিযোগ তুলেছে বিরোধীরা। বৈঠকে পুলিস সুপারদের সুদীপ জৈন আধাসেনাকে ঠিকমতো ব্যবহার করার নির্দেশ দেন।

 

প্রথমে জাতীয়স্তর, পরে রাজ্যস্তর, মোট ৯টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তিনি। বিরোধী দলগুলি বৈঠকে শাসকদলের বিরুদ্ধে ভোটে অশান্তি ছড়ানোর আশঙ্কাপ্রকাশ করে। রাজ্যের সব বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে ঘোষণার দাবি জানায় তারা। কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না বলেও উপমুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানান বিরোধীরা।বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের পরই সিআরপিএফ-এর আইজি এস রবিন্দ্রনকে জরুরি ভিত্তিতে তলব করেন সুদীপ জৈন। এরপর বৈঠক করেন জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে।
রাজ্যের ভোট নিয়ে নিবার্চন কমিশনার সব রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.