লকডাউনে বিদ্যুৎ খরচ কম হলেও এ্যাভারেজ বিল দিতে হবে বিদ্যুৎ গ্রাহকদের, জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী
পরিমল কর্মকার.কোলকাতা :- লকডাউনের জন্য বহু ক্ষেত্রেই ইলেকট্রিক মিটার রিডিং করা যাচ্ছে না। তাই এই লকডাউনের মধ্যে কারোর মিটার কম উঠলেও।এ্যাভারেজ বিল পাঠানো হবে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদেরই। এতে যদি কোনও গ্রাহককে বেশি টাকাও দিতে হয, তবে পরের মাসে মিটার রিডিংয়ের পর তা এ্যাডজাস্ট করে দেওয়া হবে, বলে জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, বন্ধের পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষ এখন আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। সরকার থেকে শুরু করে বেসরকারি সংগঠনগুলোও ত্রাণ সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইতিমধ্যেই বিদ্যুতের বিল মুকুবের দাবি তোলা হচ্ছে। ঠিক যখন এই দাবি জোরালো হতে শুরু করেছে, ঠিক তখনই বিদ্যুৎ মন্ত্রীর এই ঘোষণায় হতবাক বিদ্যুৎ গ্রাহকেরা।
সাধারণ মানুষের অভিযোগ, একটানা দীর্ঘদিন বন্ধ থাকার দারুন অধিকাংশ মানুষেরই কাজকর্ম নেই। আর্থিক সংকটে ভুগছে আমজনতা। এর উপর দিন আনা দিন খাওয় মানুষের অবস্থা তো আরও সঙ্গীন। যেমন ছোট খাটো ব্যবসায়ী, হকার, ছোট খাটো সংস্থার কর্মী, বেসরকারি পরিবহন কর্মী, অটোচালক, রিক্সাচালক, ট্যাক্সি ড্রাইভার, দিনমজুর এইসব মানুষগুলো চরম দুরাবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। এমনই অবস্থার মধ্যে “এ্যাভারেজ বিল” দেওয়ার সরকারি এই নির্দেশে চিন্তা বাড়িয়েছে সাধারণ গৃহস্থের, এমনটাই অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর।