হাক্কানিয়া মানব সেবার উদ্দগ্যে পবিত্র ঈদুজ্জোহার উপলক্ষ্যে গরিব অসহায় পরিবারের খাদ্য সামগ্রী তুলে দিলেন বিশিষ্ট সমাজ সেবক হাফেজ আবুল কালাম মন্ডল

Spread the love

হাক্কানিয়া মানব সেবার উদ্দগ্যে পবিত্র ঈদুজ্জোহার উপলক্ষ্যে গরিব অসহায় পরিবারের খাদ্য সামগ্রী তুলে দিলেন বিশিষ্ট সমাজ সেবক হাফেজ আবুল কালাম মন্ডল

মোমিন আলি লস্কর জয়নগর:-

দানে সম্পদ বাড়ে, কখনো কমে না। মানুষকে দান করা এমন একটি ইবাদত যার ফলাফল পার্থিব জগতেই দৃশ্যমান। একজনের দানের মাধ্যমে আরেকজনের দারিদ্র্য বিমোচন বা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হলে এতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়।দানের মাধ্যমে পারস্পরিক হৃদ্যতা বাড়ে। মানুষে মানুষে আত্মিক সম্পর্ক তৈরি হয়।পবিত্র ইসলাম ধর্মে বেশি বেশি দান ও সদকা করার প্রতি উৎসাহিত করা হয়েছে। অনেকে মনে করেন দান করলে সম্পদ ফুরিয়ে যাবে।
অথচ আল্লাহতায়ালা বলেছেন, ‘হে বনি আদম তোমরা অন্যের জন্য সম্পদ ব্যয় কর। আমি তোমাদের জন্য সম্পদের ব্যবস্থা করে দেব।’ কাজেই দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, কখনো কমে না। আজ অর্থাৎ শনিবার বিকালে ৪টা নাগাদ দক্ষিণ ২৪পরগনার জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসত অঞ্চলের পদ্মের হাট গ্ৰামে হাক্কানীয়া মানব সেবা-র কর্ণধার ও সমাজ সেবক এবং গরিব ,অসহায় ,দুঃস্থ মানুষের প্রানপ্রিয় ,আলেম সমাজের শুভবুদ্ধি সম্পন্ন হাফেজ আবুল কালাম মন্ডল পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষ্যে গরিব দুস্থ অসহায়ীদের খাদ্য সামগ্রী দেওয়া হল হাক্কানিয়া মানবসেবার উদ্যোগে। দক্ষিণ 24 পরগনার জয়নগরের পদ্মেরহাট বিশিষ্ট সমাজসেবী হাফেজ আবুল কালাম সাহেবের তত্ত্বাবধানে প্রায় ১০০ জন গরিবদের হাতে আলু তেল পিঁয়াজ ,আদা, রসুন, লঙ্কাগুঁড়ো ,হলুদ গুঁড়ো সহ একাধিক খাদ্য সামগ্রী তুলে দিলেন বিশিষ্ট সমাজ সেবক হাফেজ আবুল কালাম মন্ডল। খাদ্য সামগ্রী ছাড়া তিনি অসহায় দুঃস্থ পরিবারের জন্য কুরবানী পশু কয়েক টি কুরবানীর জন্য দিয়েছেন।
পবিত্র ঈদুজ্জোহার উপলক্ষ্যে সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন গত বৃহস্পতিবার জয়নগর থানার পক্ষ থেকে ইমামদের জয়নগর টাইনহলে ঈদুজ্জোহার উপলক্ষ্যে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বলেন প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ইমামদের গুরুত্বপূর্ণ বিশেষ বার্তা দেন এবং সবাই সঠিক ভাবে
মেনে চলে তার জন্য অনুরোধ করেছেন।কুরবানীর অপ্রয়োজনীয় জিনিসপত্র একটি নির্দিষ্ট স্থানে মাটিতে পুঁতে রাখা তারাই পাশাপাশি দ্রুত গতিতে গাড়ি না চালানো পরামর্শ দেন জয়নগর থানার পক্ষ থেকে এবং বিশিষ্ট সমাজ সেবক হাফেজ আবুল কালাম মন্ডলের পক্ষ থেকেও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.