সাহিন বাগ আন্দোলন ,এন আর সি বিরোধী.সি এ এ এতে উত্তাল দেশ ,এই রকম এক পরিস্থিতিতে শেষ হল দিল্লির ভোট।
ইতিমধ্যেই দিল্লিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। শেষ পাওয়া খবরে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫৪ শতাংশ দিল্লির মানুষ ভোট দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে চলে এসেছে বহু প্রতীক্ষিত এক্সিট পোল। ফলাফল ঠিক কেমন হতে চলেছে সেই ইঙ্গিত সর্বদাই ভোটগ্রহণের দিনই দিয়ে থাকে বিভিন্ন সংবাদ সংস্থার এক্সিট পোল। আর ভোটাভুটি শেষ হতেই সেদিকেই নজর থাকে গোটা ভারতের। তবে এই এক্সিট পোল সবসময় ১০০ শতাংশ সঠিক হয় না। কখনও ভুল-ভ্রান্তি ও আসন সংখ্যা এদিক-ওদিক হয়েই থাকে। একটা অনুমান পাওয়া যায় এই এক্সিট পোলের মাধ্যমে। সঠিক ফলাফল কখনই নয়। দেখে নেওয়া যাক টাইমস নাউ-র এক্সিট পোল কাকে এগিয়ে রেখেছে দিল্লি বিধানসভা নির্বাচনে।
আম আদমি পার্টি (আপ)
গতবারের প্রাপ্য আসন-৬৭
এবার পেতে পারে-৪৪
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)
গতবারের প্রাপ্য আসন- ০৩
এবার পেতে পারে-২৬
কংগ্রেস সহ অন্য কোন দল কোন আসন না পাওয়ায় সম্ভাবনা উঠে এসেছে এই এক্সিট পোলে।
আরও একটি বিষয় এই নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়ে যাবে। তা হল নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতি সাধারণ মানুষের আদৌ সমর্থন রয়েছে নাকি নেই। শাহিনবাগের সঙ্গেই ওতপ্রোতভাবে সিএএ জড়িত থাকার কারণেই এই প্রশ্ন বারবার করে উঠছে। এদিন বিধানসভা নির্বাচনে দিল্লিতে তুলনামূলক কম মানুষ ভোট দিয়েছেন। গতবার অর্থাৎ ২০১৫ সালের নির্বাচনে ৭০টির মধ্যে ৬৭টি আসন দখল করে ক্ষমতায় এসেছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। এবার আসন কমবে নাকি বেড়ে যায় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। ভোটের ফল আগামী ১১ ফেব্রুয়ারি প্রকাশ পাবে।
এখন গোটা দেশ তাকিয়ে দিল্লির ভোটথর ফলাফল কোন দিকে যায় সে দিকে