ডেস্ক নিউজ, কলকাতা:- জাীবনের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব বলেছিলেন,জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন । পথ দেখিয়েছিল দিল্লির শাহিনবাগ। একে একে আন্দোলনে সামিল হয়েছিল কলকাতা, পুণে, মুম্বই, ইলাহাবাদ। কিন্তু প্রথম ছন্দপতন ঘটল পার্ক সার্কাসের আন্দোলন মঞ্চে।
গতকাল পার্কসার্কাস ময়দানের আন্দোলন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন এক আন্দোলনকারী প্রৌঢ়া। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় বছর ৫৭-র সামিদা খাতুনকে। এন্টালির বাসিন্দা সামিদা পার্ক সার্কাসের সিএএ বিরোধী অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছিলেন প্রথম থেকেই।
অন্য আন্দোলনকারীদের দাবি, প্রৌঢ়া উচ্চ রক্তচাপ ও সুগারের সমস্যায় ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়বার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলেই জানান অন্যান্য আন্দোলনকারীরা। যদিও সামিদার পরিবারের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সত্যিই শাহীণ বাগের আন্দোলন আজ ইতিহাসেে পথে যাচ্ছে।