বিপন্ন শৈশব
আনিসুর রহমান
বিপন্ন মানবতা ,বিচ্ছিন্ন সামাজিকতা
বিপন্ন আজ শৈশব ।
পাড়ায় রকে বসে না আড্ডা ,
জমে না ভিড় খেলার মাঠে ,
মন বসে না পড়ায়,
বিপন্ন শৈশব ,বন্দি মোবাইলের খেলায় ।
Wi Fi এর কানেকশন
সামনে সারি সারি ছেলে,
একমনে চেয়ে রয় ,মোবাইল স্ক্রিনে
পাবজী ফ্রি ফায়ার ,কত শত গেম
মার মার শব্দ ,মাঝে সাঝে সেম সেম ।
বিপন্ন শৈশব ,বিপন্ন সমাজ,
আধুনিক বিশ্বে মোরা বড্ড বেমানান।