*লকডাউনে প্রতিদিনই সেবাকার্য অব্যাহত রেখেছে় বেহালার বুড়োশিবতলা জনকল্যাণ সংঘ*
পরিমল কর্মকার.অয়ন বাংলা .কলকাতা :- লকডাউনের প্রথম সপ্তাহ থেকেই বেহালায় ত্রাণ বিতরণ কর্মসূচী গ্রহণ করেছিল বুড়োশিবতলা জনকল্যাণ সংঘ। তারা তাদের সেই লক্ষ্যে অবিচল থেকে সংগঠনের সভাপতি রবীন মণ্ডলের তত্বাবধানে প্রতিদিনই সেবাকার্য অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, লকডাউনের প্রথম সপ্তাহ থেকেই বেহালা এলাকায় এক হাজারেরও বেশি মানুষকে চাল, ডাল, আলু ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করে সেবাকার্য শুরু করেছিল বুড়োশিবতলা জনকল্যাণ সংঘ। তারপর থেকে প্রতিদিনই অন্ন পরিবেশন কিংবা খাদ্য সামগ্রী বিতরনের মধ্য দিয়ে বিপদাপন্ন মানুষদের সহায়তা করে চলেছেন করে চলেছেন তারা।
এব্যাপারে বুড়োশিবতলা জনকল্যাণ সংঘের সভাপতি রবীন মণ্ডল জানিয়েছেন, আর্ত মানুষকে সেবা করাটাই প্রকৃত ধর্ম। সেবার মাধ্যমেই তারা যে কোনও বিপদকে পরাস্ত করতে চান। তাই তার বিশ্বাস এই সেবাকর্মের মধ্য দিয়েই তারা করোনা’কে পরাস্ত করতে পারবেন।
এক প্রশ্নের উত্তরে রবীনবাবু বলেন, তাদের সেবাকর্ম অব্যাহত রয়েছে। ১৯ এপ্রিল রবিবারও তারা ইন্দিরা পল্লী, তেল মিল, পিয়াসী জলযোগ, চামড়া পট্টি, বাঁশতলা, নন্দনা পার্ক, বারিক পাড়া, বুড়োশিবতলা মেইন রোড ইত্যাদি এলাকায় ৭৪৬ জন বাচ্চাকে অন্ন পরিবেশন করেন। অন্নের তালিকায় ছিল ভাত, চিকেন। এছাড়া ফ্রুটি, বিস্কুট ও সাবান দেওয়া হয়েছে বলে জানান তিনি। জানা গেল, প্রতিদিনই এই সেবা কার্যক্রম চলবে।