ইভিএমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তিনশোর বেশী আসনে কারচুপির আশঙ্কা

Spread the love

অয়ন বাংলা,নিউজ ডেস্ক:‌- ইভিএম নিয়ে বিতর্ক ক্রমাগত বেড়েই চলেছে। দেশের ৩৭৩টি লোকসভা কেন্দ্রের ইভিএম–এর গণনায় কারচুপির তথ্য প্রকাশ্যে এসেছে। অথচ এব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সম্পূর্ণ নীরব নির্বাচন কমিশন। এমনটাই দাবি করেছে একটি ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর কাঞ্চিপুরম লোকসভা কেন্দ্রে ১২,১৪,০৮৬টি ভোট পড়েছিল। অথচ গণনার সময় দেখা যায় ১২,৩২,৪১৭টি ভোট গোনা হয়েছে। তাহলে ১৮৩৩১টি অতিরিক্ত ভোট গোনা হয়েছিল। তেমনভাবেই তামিলনাড়ুরই ধর্মপুরী লোকসভা কেন্দ্রে ১১,৯৪,৪৪০টি, শ্রীপেরামবুদুর লোকসভা কেন্দ্রে ১৩,৮৮,৬৬৬টি ভোট পড়েছিল এবং উত্তরপ্রদেশের মথুরা লোকসভা কেন্দ্রে ১০,৮৮,২০৬টি ভোট পড়েছিল। অথচ সেখানেও গণনার সময় দেখা যায় ধর্মপুরীতে ১২,১২,৩১১টি ভোট, শ্রীপেরামবুদুরে ১৪,০৩,১৭৮টি ভোট এবং মথুরায় ১০,৯৮,১১২টি ভোট গোনা হয়েছিল। যার অর্থ, ধর্মপুরীতে ১৭৮৭১টি, শ্রীপেরামবুদুরে ১৪৫১২টি এবং মথুরায় ৯৯০৬টি অতিরিক্ত ভোট গোনা হয়। এই চারটি লোকসভা কেন্দ্র ছাড়াও দেশের ৩৭৩টি কেন্দ্রের মধ্যে ২২০টি কেন্দ্রে প্রথম চার দফায় প্রচুর অতিরিক্ত ভোট গোনা হয়েছিল। ওই অতিরিক্ত ভোটগুলি কোথা থেকে এসেছে সেব্যাপারে সম্পূর্ণ নীরব ভূমিকা নিয়েছে নির্বাচন কমিশন। এমনটাই দাবি করেছে ওয়েবসাইটটি।
যদিও ভারত ইলেক্ট্রনিক্স্‌ লিমিটেড বা বিইএল–এর সিএমডি এমভি গৌতম শনিবার সাফ জানিয়ে দিয়েছেন, লোকসভা ভোটে সারা দেশের কোনও ইভিএম বা ভিভিপ্যাটের গণনায় কোনও কারচুপি বা গাফিলতি হয়নি। এদিন বিইএল–এর বার্ষিক সাংবাদিক সম্মেলনে একথা জানান গৌতম। তিনি বলেছেন, ‘‌একটিও ইভিএম বা ভিভিপ্যাটে কারচুপির হওয়ায় রেকর্ড তৈরি করেছে বিইএল। নির্বাচন পরবর্তী সব বিতর্কই শেষ হয়েছে। রাজনৈতিক দলগুলি এখন স্পষ্ট করে জেনে গিয়েছে ইভিএম–এ কারচুপি অসম্ভব। আমাদের ইভিএম ব্যবহারের জন্যই ভারতে গণতন্ত্র বেঁচে আছে। এর সঙ্গে ভিভিপ্যাট ব্যবহারের ফলে ছাপ্পা ভোটও বন্ধ করা গিয়েছে। ছাপ্পা ভোট হলেই তা ধরা পড়ে যাবে।

যখন পেপার ব্যালট ছিল তখন ছাপ্পা ভোট হলে তা থামানো যেত না।’‌ একইসঙ্গে গৌতম একথাও স্পষ্ট করে দিয়েছেন, যে কোনও ব্যক্তি বা দলের যদি মনে হয় কোথাও কারচুপি হয়েছে, তাহলে তাঁরা নির্বাচনের পর ৪৫ দিনের মধ্যে আদালতের দ্বারস্থ হতে পারেন। কারণ আগামী ৪৫ দিন পর্যন্ত প্রতিটি ইভিএম সংরক্ষিত করা থাকবে।  মোদিজীর আগের ঘোষণা মতো তিনশো বেশী আসন বিজেপি পাবে সেটা পেয়েছে। এখন প্রশ্ন ইভিএম এ ভোট গণনা কি সত্যিই স্বচ্ছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.