আনলকডাউন-পর্বে সমস্ত সভা-সমিতি ও অনুষ্ঠানে ছাড়পত্র, তবে মেট্রো চলবে ৭ সেপ্টেম্বর থেকে
পরিমল কর্মকার (কলকাতা) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার (২৯ আগস্ট) ঘোষিত হল আনলক-৪ এর গাইড লাইন। আনলকের চতুর্থ পর্যায় কার্যকরী থাকবে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে চলবে মেট্রোরেল। অনুমতি দেওয়া হয়েছে সমস্ত সামাজিক-সাংস্কৃতিক-ধর্মীয়-রাজনৈতিক সমাবেশের কর্মসূচিতেও। কিন্তু এইসব অনুষ্ঠানগুলিতে ১০০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না বলে এই গাইড লাইনে বলা হয়েছে।
২১ সেপ্টেম্বর থেকে কন্টেন্টমেন্ট জোনে দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারবে তবে অভিভাবকদের লিখিত অনুমতি লাগবে। এছাড়া অন্যান্য শ্রেণীতে ও সাধারণ ভাবে পঠন-পাঠন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। রাজ্য চাইলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৫০% শিক্ষক ও আশিক্ষক কর্মীদের স্কুলে যাওয়ার অনুমতি মিলবে।
কন্টেন্টমেন্ট জোনের বাইরে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা প্রয়োজনে স্বেচ্ছায় স্কুলে যেতে পারবে। সেক্ষেত্রে অভিভাবকদের কোনও লিখিত অনুমতি লাগবে না। স্বাভাবিকভাবে অবশ্য স্কুল-কলেজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। আনলকের এই চতুর্থ পর্যায়ে সমস্ত প্রেক্ষাগৃহ ও সুইমিং পুল বন্ধ রাখতে হবে। তবে মুক্ত-মঞ্চগুলিতে অনুষ্ঠান করা যাবে বলে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।