ফণী
আনসারুল ইসলাম।
ফুঁসছে ফণী ছুটছে বাতাস, বন্দি ঘরের কোণে।
ঝরছে বৃষ্টি ঝড়ো হওয়ায়, আমি একান্ত নির্জনে।
খোলা জানালায় দিচ্ছে উঁকি, হাজার বৃষ্টি কণা।
ছুটছে জোরে আকাশ পথে, লাখো মেঘের ছানা।
ভাঙছে ফণী খড়ের বাড়ি, ভাঙছে কত অট্টালিকা।
মরছে মানুষ ঘরের চাপায়, মরছে প্রাণী পিপীলিকা।
গাছপালা সব উড়িয়ে নিয়ে যাচ্ছে ছুটে ওই বহুদূর।
ফনা বিহীন ফণী এখন ধ্বংসলীলায় মত্ত বাহাদুর।
জল জাহাজে নেই তো নাবিক, নদীতে নেই জেলেরা।
ক্ষেতের মাঝে নেই চাষী, খেলার মাঠে নেই ছেলেরা।
বিমান উড়ান বাতিল এখন ট্রেন চলে না সব লাইনে।
ভ্রমনী মানুষ দাঁড়িয়ে লাইনে, ঘরে ফিরতে চাই টাইমে।
নেমেছে প্রশাসন কোমর বেঁধে ফণীর মোকাবিলায়।
ফণীর ক্ষমতা খর্ব এখন, শান্ত দিনের শেষ বেলায়।
ফণী এখন ক্লান্ত ভীষণ, এখন ঘরে ফেরার জ্বালা।
এ দেশ ও দেশ ভাঙ্গা তো শেষ, এবার গড়ার পালা।
-: :- -: :- -: :- -: :-
০৪/০৫/২০১৯
Mashallah darun hoyece