‘ফণী’-র জন্য কলকাতা পুলিশের বিশেষ কন্ট্রোল রুম
নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-আবহাওয়া দফতর সূত্রে পাওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড় ‘ফণী’ রাজ্যে ঢুকবে আগামিকাল রাতে। সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবিলায় আগামিকাল সকাল থেকে সোমবার ৬ মে পর্যন্ত কলকাতা পুলিশে অষ্টপ্রহর চালু থাকবে বিশেষ কন্ট্রোল রুম।দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা। সঙ্গে থাকবেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল বিভাগ এবং অন্যান্য সরকারি পরিষেবা সংস্থাগুলির পদস্থ আধিকারিকরা। তৈরি থাকছে আমাদের বিপর্যয় মোকাবিলা বাহিনী, পরিস্থিতি মোকাবিলার পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে।
অনুরোধ, অযথা আতঙ্কিত হবেন না। জরুরি অবস্থায় ফোন করুন আমাদের কন্ট্রোল রুমে ( ০৩৩-২২১৪৩০২৪/ ২২১৪-৩২৩০/২২১৪-১৩১০)। জানাতে পারেন ১০০ ডায়াল করেও। বিশেষ হেল্পলাইন থাকছে একটি, ৯৪৩২৬১০৪৪৪, যে নম্বরটিতে ফোন করা ছাড়াও হোয়াটস্যাপ করতে পারবেন।
রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের তরফে যথাসাধ্য প্রস্তুতি নেওয়া হয়েছে যে কোন পরিস্থিতির মোকাবিলার। পাশে আছি আমরা, সমস্যায় পড়লে নির্দ্বিধায় যোগাযোগ করুন উপরের ফোন নম্বরগুলিতে।প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’, কী করবেন, কী করবেন না জেনে নিন
যে কোনও সময় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফণী। ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিমি বেগে আছড়ে পড়বে ওই ঝড়। জেনে নিন ঝড়ের সময় কী করবেন, কী করবেন না –
• দরকারি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না।
• পুরনো বাড়ি ও ঝুঁকিপূর্ণ দেওয়াল এড়িয়ে চলুন।
• বৃষ্টি থেকে বাঁচতে কোনও পরিত্যক্ত বাড়ির ভিতর বা পুরনো বাড়ির বারান্দার নীচে আশ্রয় নেবেন না।
• ঝড়ের সময়ে গাড়ি চালাবেন না। নিরাপদ জায়গায় দাঁড়িয়ে পড়ুন।
• রাস্তায় থাকলে দ্রুত নিরাপদ স্থানে চলে যাবেন।
• বাড়ির জানালা-দরজা ভালোভাবে লাগিয়ে রাখুন।
• বাড়ির ইলেকট্রিক সংযোগ ঠিক আছে কিনা আগেই দেখে রাখুন।
• ব্যাটারিচালিত কোনও আলো হাতের কাছে রাখুন।
• রাস্তায় চলার সময় বিদ্যুতের খুঁটি, তার, হোর্ডিং দেখে চলুন।
• মোবাইলের ব্যাটারি ফুল চার্জ করে রাখুন। যাতে যোগাযোগে কোনও বিঘ্ন না ঘটে।
• আপনার দরকারি নথি (ভোটার কার্ড, আধার, প্যান, মার্কশিট, অ্যাডমিট প্রভৃতি) প্লাস্টিকে পুরে নিরাপদ স্থানে সরিয়ে রাখুন।
• বাড়ির উঁচু জায়গায় কোনও ভারী বা ধাতব জিনিস থাকলে সরিয়ে ফেলুন।
• বাড়ির মেইন সুইচটি বন্ধ করে দিন।
• কাঁচাবাড়ি হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন।
• দুর্যোগের পর জল ফুটিয়ে খান।
গুজবে কান দেবেন না, শান্ত থাকুন। অযথা আতঙ্কিত হবেন না।