ফরিয়াদ
আনসারুল ইসলাম
বারবার ফিরে এসো হে রমজান এই পৃথিবীর তরে।
পৃথিবীর পঙ্কিলতা মুছে দিতে, ফিরে এসো বারেবারে।
করুণার ডালি সাজিয়ে এনো তুমি তপ্ত মরুর বুকে।
এনো পুন্য শান্তি সুখ সাফল্য সবাই থাকে যেন সুখে।
তোমার করুণা দিয়ো গো ছড়ায়ে বিশ্ব জগৎ মাঝে।
জরাজীর্ণ অভুক্ত মানুষ যেথায় গৃহহীন হয়ে আছে।
বঞ্চিত যারা নিপীড়িত যত বন্দি জালেমের হাতে।
মুক্ত করো তাদের তুমি, সব জালেমের হাত হতে।
তীব্র দহনে নেই তো শান্তি, ওগো খোদা মেহেরবান।
সু-শীতল করো উষ্ণ বসুধা, সবই তো তোমারি দান।
যে দিকে তাকায় শুধু দেখি তোমার মহিমায় ভরা।
আকাশে ভাসমান চন্দ্র সূর্য্য ওই লক্ষ্য কোটি তারা।
শান্তিরধারা বর্ষিত হোক প্রতিটি জীবন্ত জীব কূলে।
মিলিত করো প্রতি রমজানে বিভেদের প্রাচীর তুলে।
দাও গো শান্তি সুখ সমৃদ্ধি, দাও ঈমানের বুনিয়াদ।
তোমার করুণা সদা যেন পায়, করি এই ফরিয়াদ।