কৃষকের আত্মহত্যা, সু্ইসাইড নোটে বিজেপি-শিবসেনার নাম
নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-স্বাধীনতার সত্তর বছর পর ও আজ কৃষকদের আত্মহত্যা করতে হয়। আহ্পূর্ব মহারাষ্ট্রের অবতীমালার নাম খবরের শিরোনামে এসেছিল ‘সুইসাইড বেল্ট’ নামে কারণ গত কয়েক বছরে একাধিক কৃষক আত্মহত্যা করেছেন এই এলাকা থেকে আবারও খবরের শিরোনামে সেই ‘অবতীমালা’ আর এবারও কৃষকের আত্মহত্যার ঘটনা। তবে এবার শুধুমাত্র কৃষকের আত্মহত্যাই নয় আত্মহত্যার জন্য মৃত কৃষক দায়ী করেছেন ‘আচ্ছে দিনে’র সরকারকে। আর মহারাষ্ট্রের এই কৃষকের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। তাঁর মৃতদেহের পাশে যে সুইসাইড নোট মেলে তাতে তিনি তাঁর মৃত্যুর জন্য সরাসরি কেন্দ্র সরকারকেই দায়ী করেছেন। ধনরাজ সুসাইড নোটে দায়ী করেছেন বিজেপি-শিবসেনা দলকে। মহারাষ্ট্রের কৃষক ধনরাজ(৫২) চাষের জন্য ব্যক্তিগত উদ্যোগে ২ লক্ষ টাকা ঋণ নেন কিন্তু এবছর চাষ সফল না হওয়ায় তাঁকে আত্মহত্যা করতে হয়। পরিবার সূত্রে খবর, “বুধবার সকালে ধনরাজ বাড়ি থেকে বের হয়ে বিবাহিতা মেয়ে বাণীর সাথে দেখা করেন এবং পরদিন সন্ধ্যা অবধি বাড়ি না ফেরায় আমরা খোঁজ শুরু করলে তাঁর দেহ মেলে ক্ষেতের ভেতরের একটি গর্ত থেকে।” পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান কৃষক ধনরাজের মৃত্যু হয়েছে বিষ খেয়ে। পুলিশ জানিয়েছে, “ধনরাজের মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট মিলেছে যেখানে সে তাঁর মৃত্যুর জন্য সরাসরি কেন্দ্র সরকারকেই দায়ী করেছে। ধনরাজের পরিবারে তাঁর স্ত্রী ছাড়াও রয়েছে দুই বিবাহিত কন্যা এবং একটি পুত্র সন্তান। আজ ভোটের ময়দানে সব গালভরা প্রতিশ্রতি কিন্তু কৃষকদের মৃত্যুর মিছিল আজও থামানো যায় নি।