ব্রিজ ভেঙে পড়ায় বিপদে কান্দির কুমারষন্ড গ্রামের কৃষকরা।
জৈদুল সেখ, অয়ন বাংলা নিউজ ,কান্দি:-
কান্দি থানার অন্তর্গত কুমারষন্ড অঞ্চলের মদগড়া বিলের একমাত্র ব্রিজ, যার উপরে নির্ভর করে হাজার হাজার বিঘার পাকা ধান মনগড়া ব্রিজের উপর দিয়ে গ্রামে আসে, কিন্তু সেই একমাত্র ব্রিজ হটাৎ ভেঙে পড়ায় সমস্যায় পড়েছে খর্দনারায়ণ পুর গ্রাম সহ পাঁচটি গ্রামের কৃষক থেকে সাধারণ মানুষ।
উল্লেখ্য গত বছর নতুন ব্রিজ তৈরি হয়েছিল, তবে হটাৎ ভেঙে পড়ায় বেজায় সমস্যায় পড়েছে এলাকাবাসী। কিন্তু কী কারণে ভেঙে গেল, এতোদিন পরেও সারানো হলো না কেন? এ বিষয়ে পঞ্চায়েত সদস্য হাসিব সেখ বলেন
” অনেক টাকা খরচ করে ব্রিজটি তৈরি হয়েছিল কিন্তু কিছু গাফিলতির কারনে ভেঙে পড়ায় অসুবিধায় পড়েছে গ্রামের কৃষকেরা, আমার নিজেরই পাঁচ বিঘার পাকা ধান তুলতে পারছি না, টাকার সমস্যার কারণে মেরামত করতে পারছি না ”
এলাকা মানুষের বক্তব্য ভোটের আগে মেরামত করে দেওয়ার কথা থাকলেও ভোট হয়ে যাওয়ার পর আর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে নষ্ট হচ্ছে পাঁকা ধান।