অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ , মোদীর ঘোষিত প্যাকেজের সবিস্তার জানাবেন বিকেল ৪টেয়

Spread the love

নিউজ ডেস্ক:- গোটা বিশ্বে করোনা নিয়ে নাভিশ্বাস উঠেছে। এমতাবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ প্যাকেজ ঘোষণা করেছে। ভারত এর ব্যাতিক্রম নই। করোনাভাইরাসের কারণে চলা লকডাউনের জেরে বেহাল দশা অর্থনীতির। ঘুরে দাঁড়াতে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অর্থ সম্পর্কে সবিস্তার তথ্য এ বার জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বুধবার বিকেল চারটের সময় সাংবাদিক সম্মেলন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করোনা পরিস্থিতির সঙ্গে যুঝতে পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবারই বিকেল ৪টের সময় কেন্দ্র ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । মঙ্গলবারই জাতির উদ্দেশে ভাষণের সময় ওই প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করে তিনি বলেন, “এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতকে এগিয়ে দেবে। সমস্ত প্যাকেজ জুড়লে ২০ লক্ষ কোটি টাকার মতো হবে। যা দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ। ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে।” 

এই ২০ লক্ষ কোটি টাকার মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই গত ফেব্রুয়ারি থেকে বিভিন্ন দফায় মোট ৭.৮ লক্ষ কোটি টাকার এবং গত ২৭ মার্চ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১.৭ লক্ষ কোটি টাকার (মোট ৯.৫ লক্ষ কোটি টাকার) প্যাকেজ ঘোষণা করেছেন। অর্থাৎ, অবশিষ্ট ১১.৫০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করবেন নির্মলা সীতারামন। প্রাক্তন ইনফোসিস কর্তা মোহনদাস পাই মনে করেন, ওই প্যাকেজ দফায় দফায় ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে, তাঁর মতে, এই মাপের প্যাকেজ শিল্প ও বণিকমহলের আশাতীত। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণ শুনে আমার অনুমান, এই প্যাকেজ বিনিয়োগ-কেন্দ্রিক ভারতের ভবিষ্যৎ তৈরি করবে এবং সেখানে অনেক সংস্কারের বার্তা থাকবে। দু’-তিন বছর ধরে ওই প্যাকেজ কার্যকর হবে।’

দেশের গাড়ির যন্ত্রাংশ তৈরির সংস্থাগুলির সংগঠন অ্যাকমার প্রেসিডেন্ট দীপক জৈন বলছেন, ‘২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণাকে আমরা আন্তরিক স্বাগত জানাই। এই প্যাকেজের খুব প্রয়োজন ছিল। লকডাউনে বিধ্বস্ত দেশের বহু শিল্পসংস্থা, বিশেষ করে ছোট ও মাঝারি সংস্থা, প্রাণ ফিরে পাবে।’ তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা মতো জমি, শ্রম, আইন ও নগদের জোগান ব্যবস্থার সংস্কার ভারতকে আত্মনির্ভর করে তোলার পক্ষে অত্যন্ত জরুরি।

ইতিমধ্যেই এই আর্থিক প্যাকেজ নিয়ে একাধিক টুইট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, “সংস্কারের 
ক্ষেত্রে উদ্দীপক এবং একটি মানসিক স্বস্তিদায়ক”, একথাও লেখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.