নিউজ ডেস্ক :- একাধিক ইস্যু নিয়ে আজ, বৃহ্স্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। সকাল ১১ টা থেকে চার প্রান্ত থেকে মিছিল শুরু হয় নবান্নের উদ্দেশ্যে। বিভিন্ন জায়গায় পুলিশি বাধার মুখে পড়ে মিছিল। লাঠিচার্জ করে পুলিশ, ছোঁড়া হয় জলকামান।
অর্জুন সিংহ এবং লকেট চট্টোপাধ্যায় এর নেতৃত্বে হেস্টিংস মোড়ে অবস্থান শুরু হল বিজেপির। তাতে যোগ দিলেন ভারতী ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়। সাঁতরাগাছিতে বিক্ষোভকারীদের উপর পুলিশ রং মেশানো জল ছুড়েছে বলে জানা গিয়েছে। হাওড়া ময়দান থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এক বিজেপি কর্মীর কাছ থেকে সেটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।মহাত্মা গাঁধী রোডে বিজেপির মিছিল পৌঁছল।
সাঁতরাগাছি থেকে মিছিল শুরু করে সাঁতরাগাছি ব্রিজের কিছুটা দূরে পুলিশের বাধার মুখে পড়ে রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুদের মিছিল। সেখানে জলকামান ও কেমিক্যাল স্প্রে করা হয় বলে অভিযোগ। সেই রাসায়নিকেই অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। শুরু হয় রক্তবমি। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের হাসপাতালে। অসুস্থ সায়ন্তন বসু ও জ্যোতির্ময় মাহাতোও।
বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। সাঁতরাগাছিতে আহত হন জ্যোর্তিময় সিং মাহাতো।
দিলীপ ঘোষের নেতৃত্বে একটি মিছিল হাওড়া ব্রিজে উঠতেই বাধা দেয় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। পালটা পুলিশের কিয়স্ক ভাঙচুর চালানো হয় হাওড়া ময়দানে। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে। অন্যদিকে খিদিরপুরে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে। লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিংয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।