নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:-দেশের সব চেয়ে বড় উৎসব ভোট উৎসব আজ থেকে শুরু হল।গোটা দেশে সাত দফায় ভোট গ্রহণ করা হবে,আজ প্রথম দফার ভোট গ্রহণ শেষ হল ।বাংলার কোচ বিহার ও আলিপুরদুয়ারে ভোট গ্রহণ হল আজ।দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর ভোট শান্তিপূর্ণ ।
এখানে মোট ভোটার 18 লক্ষ 9 হাজার 598 ।ভোট কর্মী হিষাবে কাজ করছেন 8040জন।
দেশের মোট 91টি আসনে ভোটগ্রহণ চলছে,18 রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে।
কোচবিহারের বক্সিহাটে ছাপ্পার অভিযোগ ওঠে,আথাসেনা পৌঁছে পরিস্থিতি নিয়ণ্ত্রনে আনে। অন্যদিকে কোচ বিহারের দিন হাটার ভূতকুড়ির 147 নং বুথে ভোটারদের লসইন নিয়ন্ত্রন কে কেন্দ্র করে বচসা হয়।
ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঝামেলায় জড়ালেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।কেন্দ্রীয় বাহিনীর বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার ব্যাপারে।
এব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য,“জওয়ানদের বুথের ভিতরে থাকার নয়৷বুথের বাইরে থাকার কথা৷” রবীন্দ্রনাথবাবু ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে এক জওয়ানের উদ্দেশে বলেন, “আপনারা ভিতরে আসবেন না।ভিতরে আসার অধিকার আপনাদের নেই।প্রিসাইডিং অফিসার আছে।”
আবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার জনসেনা দলের বিধায়ক মধুসুদন গুপ্ত ইভিএম মেসিন আছড়ে ভেঙ্গে ফেলে।
খবর পাওয়া গেল এই রাজ্যে দুজন ভোটের বলি হয়েছে।
সব মিলিয়ে প্রথম দফার ভোট মোটের উপর শান্ত।