রাজ্যে হচ্ছে ডিটেনশন ক্যাম্প: প্রথমে রাজারহাটে পরবর্তীতে বনগাঁয়
রাজ্যে হচ্ছে ডিটেনশন ক্যাম্প: প্রথমে রাজারহাটে পরবর্তীতে বনগাঁয়
নিউজ ডেস্ক অয়ন বাংলা:- পশ্চিমবঙ্গে হতে চলেছে ডিটেনশন ক্যাম্প। বিদেশীদের জন্য এই ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে বলে জানিয়েছেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রথমে ক্যাম্পটি হতে চলেছে কলকাতা লাগোয়া রাজারহাটে। দ্বিতীয় ক্যাম্প পরবর্তীতে করা হবে বনগাঁতে।
ডিটেনশন ক্যাম্প তৈরীর খবর ছড়াতেই এনআরসির গুজব রটতে শুরু করে। মন্ত্রী রাজ্যবাসীর আশ্বস্ত করে জানিয়েছেন যে রাজ্যে যেসব বিদেশি বন্দি রয়েছেন তাদের জন্য এই পৃথক ব্যবস্থা ।
সর্বশেষ প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বন্দী বিদেশীদের সংখ্যা ছিল ২৫০, যাদের মধ্যে ১৪০ জনকে নিজেদের দেশে পাঠানো হয়েছে। বাকি ১১০ জন বন্দিদের একটু আলাদাভাবে রাখবার জন্য এই ডিটেনশন ক্যাম্প এর ব্যবস্থা বলে মন্ত্রী জানান। মন্ত্রী আরো জানান বিদেশি বন্দীদের জন্য অন্যান্য বন্দিদের যথেষ্ট অসুবিধা হচ্ছে, তার জন্য এই উদ্যোগ। এই সব বন্দিদের মধ্যে অধিকাংশই নাইজেরিয়ার নাগরিক বলে সূত্রের খবর।
সূত্র: ANI