বাংলা রিপোর্টার্স গিল্ডের সহযোগিতায় রামপুরে ফুটবল প্রতিযোগিতা
পরিমল কর্মকার (রামপুর, কলকাতা) : বাংলা রিপোর্টার্স গিল্ডের সহযোগিতায় ১৭ ডিসেম্বর রবিবার মহেশতলা থানা এলাকায় রামপুরে এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শম্পা মির্জা নগর গভ: হাউসিং-এর মাঠে আয়োজিত হয় এই একদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা।
মূলতঃ এলাকার তরুণ-যুবদের নিয়েই আয়োজিত হলো দিন-রাতের এই ফুইবল প্রতিযোগিতা। এদিন প্রতিটি ম্যাচেই ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। খেলার শেষে বিজয়ী ও রানার্স দলের হাতে ট্রফি ও ‘শংসা পত্র তুলে দেওয়া হয়।