কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিতর্কিত বিচারপতি প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদির বিরুদ্ধে

Spread the love

নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- কৃষকদের পর এবার বিচারপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির বিরুদ্ধে উত্তরপ্রদেশের বারাণসী থেকে এবারের লােকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিতর্কিত অবসরপ্রাপ্ত বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনান । দু ‘ বছর আগে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণােদিত হয়ে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল । এমনকী জামিনঅযােগ্য ধারায় গ্রেপ্তারি পরােয়ানা জারি করা হয়েছিল । কলকাতার পাশাপাশি তিনি মাদ্রাজ হাইকোর্টেও বিচারপতি হিসাবে নিযুক্ত ছিলেন । সংবাদসংস্থা আইএএনএস , কে বুধবার কারনান বলেন , ‘ আমি স্থির করেছি বারাণসী থেকে মােদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব । এখন আমি বারণসীতেই রয়েছে । ‘ এমনিতেই উত্তরপ্রদেশের , পরিস্থিতি এখন গণতন্ত্র বিরোধী গোলমেলে ।
সেখানে জোট হয়েছে সপা – বসপা ‘ র ।তার ওপর প্রিয়াঙ্কা গান্ধী দায়িত্ব নেওয়ার পর বিপুল জনগণ তার দিকে ছুটছেন ।

সেখানে মনােনয়ন জমা দেওয়ার প্রাথমিক কাজকর্ম সেরে ফেলেছেন ৬৩ বছরের এই অবসরপ্রাপ্ত বিচারপতি ।তিনি জানান , ইতিমধ্যেই চেন্নাই মধ্য লােকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনােনয়ন দাখিল করেছেন ।একইসঙ্গে দ্বিতীয় আসন হিসাবে বারাণসীকেই বেছে নিয়েছেন ।এবং তিনি আশাবাদী ।উল্লেখ্য , ২০১৮ সালে তিনি অ্যান্টি কোরাপশন ডায়ানেমিক পার্টি নামে একটি দল গঠন করেন ।সেই দলের হয়েই তিনি এবারের লােকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন ।২০১৭ সালের জুন মাসে অবসর নেওয়ার পর তিনিই দেশের প্রথম বিচারপতি যিনি ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন ।কলকাতা প্রেসিডেন্সি জেলে ৬ মাস কাটান তিনি ।
আজ গোটা দেশে নরেন্দ্র মোদী বিরোধীতা প্রবল হয়ে উঠেছে,পরিচালক ,শিল্পী,বুদ্ধিজীবি সকলেই বিজেপি বিরোধী দলকে ভোট দেওয়ার আবেদন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.