দেশের প্রাক্তন আমলাদের খোলা চিঠি মুসলিমদের উপর নিপীড়ন বন্ধ করার আবেদন সরকারকে

Spread the love

নিউজ ডেস্ক :- লকডাউনের মাঝে গোটাা দেশেও চলছে মেরুকরনের রাজনীতি । এবার ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম নিপীড়ন ইস্যুতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করলেন ১০১ জন সাবেক আমলা। তারা তাবলিগ জামাত আয়োজিত দিল্লির নিজামুদ্দিন মারকাজের সাম্প্রতিক কর্মসূচিকে বিভ্রান্তকর ও নিন্দনীয় কাজ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমের একাংশের পক্ষ থেকে মুসলিমদের বিরুদ্ধে কুৎসা ছড়িয়ে সাম্প্রদায়িক রূপ দেওয়ার কাজটিকে ‘একেবারেই দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন।

সাবেক আমলারা একটি খোলা চিঠিতে লিখেছেন, অনেক জায়গায় মুসলিমরা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে পালাচ্ছে বলে গুজব ছড়িয়েছে। এটা খুব দুঃখের বিষয়। অনেক জায়গা থেকে এমন খবর পাওয়া গেছে যে করোনার সঙ্কট মোকাবেলায় মুসলিম পরিবারগুলোকে সরকারের দেওয়া বিশেষ ত্রাণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

সাবেক ওই আমলারা বলেন, ‘রাজ্যের যেকোনো সম্প্রদায়ের সামাজিক বয়কট বন্ধে সকল প্রশাসনকে নির্দেশ দিন। এছাড়া এটি নিশ্চিত করা উচিত যে সমস্ত অভাবগ্রস্ত যাতে সমান চিকিৎসা এবং হাসপাতালের সুযোগ সুবিধা, রেশন এবং আর্থিক সহায়তা পায়।

সাবেক ওই আমলারা বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে আমরা দেশের কিছু অংশে বিশেষত দিল্লির নিজামুদ্দিনে মার্চ মাসে তাবলিগ জামাত একটি সভা করার পরে মুসলিমদের উপরে নিপীড়নের খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করছি।’

খোলা চিঠি দেওয়া সাবেক আমলাদের মধ্যে আছেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কে এম চন্দ্রশেখর, সাবেক আইপিএস এস দুলাত এবং জুলিও রিবোরিও, সাবেক মুখ্য তথ্য কমিশনার ওয়াজাহাত হাবিবুল্লাহ, দিল্লির সাবেক লেফটেন্যান্ট গভর্নর নজিব জঙ্গ এবং ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি প্রমুখ।

গণমাধ্যমে প্রকাশ, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের কর্মসূচি থেকে করোনা ছড়ানোর বিদ্বেষমূলক গুজবের পর থেকে দেশের বিভিন্ন অংশে তার ক্ষতিকর প্রভাব পড়েছে।

কোথাও মুসলিম হওয়ার কারণে সবজি বিক্রেতাদের রাস্তায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোথাও তাদের ‘আধার কার্ড’ (পরিচয়পত্র সম্বলিত সরকারি নথি) দেখতে চাওয়া হচ্ছে, কোথাও লোকেরা জোর করে মুসলিমদের দোকান বন্ধ করে দিয়েছে এবং কোথাও হিন্দু ফেরিওয়ালদের ঠেলা গাড়িতে গেরুয়া পতাকা লাগানো হচ্ছে যাতে তাদের পরিচয় সহজে নিশ্চিত করা যায়। এ জাতীয় ঘটনাবলীতে সমস্যায় পড়ে উত্তর প্রদেশের মহোবার মুসলিম সবজি বিক্রেতারা জেলা প্রশাসককে একটি স্মারকলিপি জমা দিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্প্রতি দিল্লির একটি কলোনির এক ভাইরাল ভিডিওতে প্রকাশ এক ব্যক্তি এক সবজিওয়ালার কাছ থেকে ‘আধার কার্ড’চাচ্ছেন। যখন সবজিওয়ালা ব্যক্তি আধার কার্ড দেওয়ার ক্ষেত্রে অক্ষমতা প্রকাশ করেন, তখন ওই ব্যক্তি তাকে কলোনির বাইরে বের করে দেয় এবং বলে যে পরবর্তীতে আধার কার্ড থাকলে তবেই আসবেন। এসব ছাড়াও বিভিন্ন রাজ্যে কতিপয় হাসপাতাল, নার্সিং হোম ও অন্যান্য ক্ষেত্রে মুসলিমদের প্রতি বিভেদমূলক আচরণ করার অভিযোগ ওঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.