-
ওয়েব ডেস্ক,অয়ন বাংলা নয়াদিল্লি:-বিজেপি র সংখ্যালঘুর মুখ ও বিজেপি দায়িত্বপ্রাপ্ত নেতা , দেশজুড়ে সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচারের সময় চুপ থাকা ও বিজেপির আনা ‘তালাক বিল’ এর প্রশংসা করা, নামের আগে ‘চৌকিদার’ লেখা বিজেপির জাতীয় মুখপাত্র ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাওয়াজ হুসেন ২০১৯ এর লোকসভা নির্বাচনে লড়তে পারবেন নস বিজেপির টিকিটে । বিজেপি তাঁকে টিকিট থেকে বঞ্চিত করে দিয়েছে।গত লোকসভা নির্বাচনে শাহনাওয়াজ হুসেন বিহারের ভাগলপুরের নাথনগর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়াই করেছিলেন ও জয়ী হয়েছিলেন। তাঁর সেই সিট বিহারের নীতিশ কুমারের জেডিইউ এর দখলে। এখন বিজেপিতে সংখ্যালঘুর মুখ শাহনাওয়াজ আজ বড় মাপের নেতা হয়েও টিকিট থেকে বঞ্চিত ,আর জঙ্গিপুর থেকে সংখ্যালঘু বিজেপির প্রার্থী হলেন মাহফূজা খাতুন।