মহিলাদের কটূক্তি, অশালীন ইঙ্গিতের অভিযোগে গ্রেফতার বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান
জৈদুল সেখ, বহরমপুর
ফোনে অশালীন মন্তব্য, হুমকি ও মহিলাকে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য। শনিবার বহরমপুরের খাগড়ার বাড়ি থেকে নীলরতন বাবুকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বহরমপুরের এক মহিলাকে প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য ফোনে হুমকি, অশালীন মন্তব্য ও কটুক্তি করে। এর ফলে ওই মহিলা বহরমপুর থানায় নীলরতন বাবুর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ৩৫৪ ধারায় শনিবার সকালে খাগড়ার বাড়ি থেকে নীলরতন বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন নীলরতন বাবু জানিয়েছেন, সামনে পৌরসভা ভোট তাই তৃনমুল কংগ্রেসের কিছু লোকজন আমার ভাব মূর্তিকে কলুষিত করার জন্য এই ধরনের নোংরা খেলা খেলে আমাকে ফাঁসাচ্ছে। আজ নীলরতন বাবুকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়।
উল্লেখ্য বহরমপুর পুরসভায় ২০০২ সাল থেকে চেয়ারম্যান পদে ছিলেন নীলরতন আঢ্য। ২০১৮ তে পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ওই পদে বহাল ছিলেন তিনি। তৃণমূলে যোগ দিলেও কংগ্রেসের সঙ্গে নীলরতন আঢ্যর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা ছিলই। চলতি বছর ফেব্রুয়ারি মাসে বহরমপুর পুরসভার নয়া প্রশাসকের নাম ঘোষণা করা হয়। প্রশাসক পদের দায়িত্ব নেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়ন্ত প্রামাণিক। পরে কংগ্রেসে ফেরেন তিনি।