নিউজ ডেস্ক :- অবশেষে মুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা , অবসান টানা ৪৩৬ দিন বন্দিদশার !২০১৯ সালে ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের আগেই আটক করা হয় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। তার পর থেকে টানা ৪৩৬ দিন কেটেছে বন্দিদশায়। মঙ্গলবার তাঁকে মুক্তি দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর রাজ্যের অধিকাংশ নেতাই বন্দি হন। তার পর থেকে এখনও পর্যন্ত ছাড়া পেয়েছেন ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লা।
জম্মু ও কাশ্মীর প্রশাসনের মুখপাত্র রোহিত কানসাল মঙ্গলবার সন্ধেয় টুইট করেন, মেহবুবা মুফতিকে মুক্তি দেওয়া হচ্ছে।
পিডিপি নেত্রীর মুক্তির খুশির জোয়ার দলের সমর্থকদের মধ্যে। মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি টুইট করেছেন, মেহবুবা মুফতির বেআইনি বন্দিদশা শেষপর্যন্ত শেষ হল। কঠিন সময়ে আমাদের পাশে যাঁরা ছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদের আগের দিন অর্থাত্ ২০১৯ সালের ৪ অগাস্ট আটক করা হয় মেহবুবাকে। রাজ্যের তিনিই প্রথম রাজনৈতিক নেতা যাঁকে পাবলিক সেফটি অ্যাক্টে(PSA)আটক করা হয়। প্রথম দিকে তাঁকে রাখা হয়েছিল চশমে শাহির একটি গেস্ট হাউসে। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় এম এ লিঙ্ক রোডের অন্য একটি গেস্ট হাউসে। শেষপর্যন্ত তাঁকে তাঁর নিজের ঘরে গৃহবন্দি হিসেবে রাখা হয়। মেহবুবার আটকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান তাঁর মেয়ে ইলতিজা মুফতি। সেই মামলার শেষ শুনানি হয়েছে গত ২৯ সেপ্টেম্বর।
সৌজন্য :- জি নিউজ