নিউজ ডেস্ক :- দীর্ঘ রোগভোগের পরেপ্রয়াত হলেন ভাঙড়ের প্রাক্তন সিপিএম বিধায়ক তথা বাম রাজনীতির অন্যতম জনপ্রিয় নেতা ডা. আবদুর রেজ্জাক মোল্লা। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত রোগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। প্রয়াত হলেন রাজ্য বাম রাজনীতির অন্যতম জনপ্রিয় নেতা তথা ভাঙড়ের প্রাক্তন বিধায়ক ডাঃ আব্দুর রাজ্জাক মোল্লা। বার্ধক্যজনিত কারণেই তাঁর জীবনাবসান হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।
কলেজে পড়ার সময় বামপন্থী ছাত্র আন্দোলনের প্রতি আকৃষ্ট হন রাজ্জাক। ক্রমে রাজনীতির মূল স্রোতে যুক্ত হয়ে তিনি রাজ্য সিপিএমের প্রথম সারির নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সফল হন।
১৯৮৭ সালে অবিভক্ত ভাঙড় বিধানসভার বিধায়ক নির্বাচিত হন জনপ্রিয় সিপিএম নেতা আব্দুর রেজ্জাক মোল্লা। পাঁচ বছর তিনি ভাঙড়ের বিধায়ক হিসেবে ক্ষমতায় আসীন ছিলেন। পদ হারানোর পরেও দীর্ঘ দিন তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে মাঝে দল-বিরোধী পদক্ষেপের অভিযোগে দল সিপিএম থেকে বহিষ্কৃত হন রাজ্জাক মোল্লা।