প্রাক্তন সাংসদ অভিজিতের দলবদল ও পদপ্রাপ্তি ?
মুর্শিদাবাদ জেলা জুড়ে জোর জল্পনা
রাজেন্দ্র নাথ দত্ত,অয়ন বাংলা নিউজ :মুর্শিদাবাদ:
সোমবার বিকেলে তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁদের হাত ধরে জঙ্গীপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন । অভিজিৎ শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দিলেন। তিনি জঙ্গীপুরের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে মুর্শিদাবাদের দু’টি আসন জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে ভোট হয়নি। দু’টি কেন্দ্রের প্রার্থীই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। জঙ্গিপুরে আরএসপি-র প্রার্থীর মৃত্যু হয়। সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী মারা যান। ওই দু’টি আসনেই উপনির্বাচন হবে। তার মধ্যে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ হবেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, অভিজিৎ জঙ্গিপুর লোকসভা আসনের প্রাক্তন সাংসদ। ওই আসনে তাঁর ‘প্রভাব ’ রয়েছে বলেই মনে করছে তৃণমূল। তা ছাড়া, শাসকদলের হয়ে উপনির্বাচনে দাঁড়ানো রাজনৈতিক ভাবে ‘সুবিধাজনক’ও বটে। তবে সবকিছুই নির্ভর করছে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তিনিই প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।মুর্শিদাবাদ জেলা জুড়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে তাহলে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরই কি পদ প্রাপ্তি ঘটবে ?তৃণমূলে যোগ দেওয়ার পর প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতাদের ধন্যবাদ জানান তিনি। বিজেপিকে কার্যত একহাত নেন তিনি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার রাজনীতি করার অভিযোগও তোলেন প্রাক্তন কংগ্রেস নেতা। কী কারণে কংগ্রেস ছেড়ে যোগ দিলেন প্রণবপুত্র? নিজে মুখে সে কারণ উল্লেখ করেন তিনি। অভিজিৎ মুখোপাধ্যায় জানান, পদ্মশিবিরের সাম্প্রদায়িক শক্তিকে একাই রুখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মযজ্ঞে সামিল হতেই দলবদল বলেই জানান তিনি। কংগ্রেস নেতৃত্বে সেভাবে সুর চড়াননি তিনি। তবে তাঁকে সেভাবে কোনও কাজে লাগানো হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।