নিউজ ডেস্ক,অয়ন বাংলা মালাপপুরাম;-সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি আজ (২রা এপ্রিল) সন্ধ্যায় কালিকটের একটি প্রাইভেট হাসপাতালে ইহলোক ত্যাগ করেন।
বিগত কয়েক সপ্তাহ ধরে তার ক্যান্সারের চিকিৎসা চলছিল। একজন ইসলামবিদ, বিশ্লেষক ও লেখক হিসাবে প্রসিদ্ধ ছিলেন।
এ সাঈদ ১৯৫৫ সালের ১লা জুন কেরালার মালাপপুরাম জেলার এডাভানা নামক স্থানে জন্ম গ্রহন করেন। তার পিতা একজন আলিম ছিলেন, যিনি কেরালার একজন কুরআন ভাষ্যকার ছিলেন। তিনি এডাভানার GMUP স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন। তারপর IOSH ও MES কলেজ থেকে শিক্ষার্জন করেন। তিনি স্বেচ্ছায় কেন্দ্রীয় ডাক বিভাগ থেকে অবসর গ্রহণ করেন, যেখানে তিনি Public Relation Inspector হিসাবে কর্মরত ছিলেন। তিনি ২০০০-২০০৬ সালে কেরালার National Development Front (NDF) এর চেয়ারম্যান ছিলেন। তিনি Muslim Relief Network President এবং Intetmer Media Publication Ltd এর একাধিক পদে ছিলেন। তিনি বর্তমানে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
তিনি অনেক পুস্তক রচনা করেন মালিয়ালাম ভাষাতে যেগুলির কিছু তামিল, কানাড়া, উর্দু, হিন্দি ও বাংলাতে অনুবাদ করা হয়েছে। তার জানাযা নামাজ ৩রা এপ্রিল ২০১৯, সকাল দশটাতে হবে এবং তাকে এডাভানা জুমা মসজিদ কবরস্থানে দাফন করা হবে। তিনি উর্দু ভাষা শিখে ছিলেন এবং উত্তর ভারতের বিভিন্ন স্থানে বক্তব্য রাখতেন।তাই উনার প্রতি শ্রদ্ধা জানাতে সমস্ত কর্মসূচি বাতিল করেছে এসডিপিআই।