বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
মহঃ মুস্তফা শেখ ,অয়ন বাংলা ,সাগরদিঘী :-
১০ অক্টোবর ২০২১ সকাল ন’টা থেকে বৈকাল চারটে পর্যন্ত আল-আমান মিশনে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়েছিল, এখানে প্রায় ২০০(দু-শ) জনের অধিক বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা করা হয়। উপস্থিত ছিলেন আল আমান মিশন এর কর্ণধার মাওলানা রফিকুল ইসলাম সাহেব, ইউনিভারস্যাল ইসলামিক অরগানাইজেশন এর সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, সমাজ বার্তা সংবাদপত্রের সম্পাদক মহঃ মুস্তফা শেখ , চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এম এস খান, ডাঃ কামাল উদ্দিন, শিশা রমজানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মহাশয়,
ছাইতনি হাই মাদ্রাসার প্রাক্তন সহকারি শিক্ষক মাওলানা সানাউল্লাহ কাশেমীপ্রমুখ।
চক্ষু পরীক্ষা শিবির এ, এই বিনামূল্যে সেবার জন্য এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
-মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের খোশালপুর আলামিন মিশনে বেলডাঙা রোটারি আই হসপিটাল এর উদ্যোগে ও ইউনিভার্সাল ইসলামিক অর্গানাইজেশন এর ব্যবস্থাপনায় আজ অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এখানে 200 জনের অধিক চক্ষু রোগী চক্ষু পরীক্ষা করেন। উপস্থিত ছিলেন আল-আমিন মিশনের কর্ণধার মাওলানা রফিকুল ইসলাম, ইউনিভার্সাল ইসলামিক অরগানাইজেশন এর সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান,সমাজ বার্তা সংবাদপত্রের সম্পাদক মোহাম্মদ মোস্তফা প্রমুখ।