মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবীতে FUM এর আলোচনা সভা বহরমপুরে

Spread the love

মোঃ মাসুদ হাসান,অয়ন বাংলা, মুর্শিদাবাদ :-মুর্শিদাবাদ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের দাবীতে বহরমপুরের ভাকুড়িতে FUM এর আলোচনা সভা অনুষ্ঠিত হয় 22-9-2019
গত 1লা অক্টোবর 2018 মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেজেট পাশ (no1872L) হলেও, এখনও পর্যন্ত ভূমি চিহ্নিতকরণ, ভবন নির্মাণ ও ফ্যাকাল্টি নিয়োগ ও পঠনপাঠনের কাজ শুরু না হওয়ায় FORUM FOR UNIVERSITY IN MURSHIDABAD (FUM) এর উদ্যোগে জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন শিক্ষক, ছাত্র, অধ্যাপক, ডাক্তার, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও শিক্ষানুরাগীদের নিয়ে বহরমপুর ভাকুড়িতে একটি convention এর আয়োজন করা হয়. উক্ত কনভেনশনে জেলার প্রায় শতাধিক বুদ্ধিজীবী ও শিক্ষানুরাগী উপস্থিত ছিলেন. মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বর্তমানে কোন পর্যায়ে আছে, কেন বিলম্ব হচ্ছে সে সম্পর্কে আলোচনা করেন জিয়াগঞ্জ RDK কলেজের প্রাক্তন অধ্যক্ষ মজিবুর রহমান সাহেব, এছাড়াও বক্তব্য রাখেন সমাজকর্মী ও SDPI এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম,পপুলার ফ্রন্টের মোঃ সাহাবুদ্দিন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চের মাওঃ আব্বাসউদ্দীন, Centre for Human Excellence এর কর্ণধার শামসুল আলম মহাশয়, NRC বিরোধী মঞ্চের রাহুল চক্রবর্তী, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিলের রাজ্য সভাপতি মাওলানা আব্দুত তাওয়াব, মাদ্রাসা ফোরামের অসিকুল আলম, সাংবাদিক ও সমাজকর্মী চন্দ্র প্রকাশ সরকার, ডক্টর মীর হাসনাৎ, চাতক পত্রিকা ও ইমাজিন টিভির সম্পাদক মফেজুল শেখ ও FUM এর সভাপতি ADV মোজাম্মেল হক সাহেব.সভায় সকলকে নিয়ে একটা সমন্বয় কমিটি গঠন করা হয়.এবং অনতিবিলম্বে জমি চিহ্নিত করে ভবন নির্মাণ, ফ্যাকাল্টি নিয়োগ ও পঠনপাঠন শুরু না করলে আগামীদিনে FUM আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার সিদ্ধান্তসহ আরও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেন.জেলার সমস্ত স্তরের মানুষকে নিয়ে সংগঠনকে আরও সঙ্গবদ্ধ করে আগামীদিনে বিশ্ববিদ্যালয়ের দাবী বাস্তবায়ন করার জন্য FUM প্রতিশ্রুতবদ্ধ হয়.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.